বিয়ের ছড়া চৌদিকে আজ খুশীর ছাড়া আনন্দে সব আত্বাহারা। আপন পর আজ নেইকো চিন, আজকে মোদের খুশীর দিন। অনেক দিনের জমাট করা, ইচ্ছে মোদের পুরবে আজ। তাই তো সুখের প্রাণের বানী, মধুর স্বরে উঠবে বাজি। ©SAHARUL ALAM MAZUMDER #Likho #Marriage #Married Nîkîtã Guptā