Nojoto: Largest Storytelling Platform

নিজের নামের খারাপ-মন্দ অনেক শুনেছি, একটু-একটু মিথ্

নিজের নামের খারাপ-মন্দ অনেক শুনেছি,
একটু-একটু মিথ্যা স্বপ্নের জাল নিজেও বুনেছি।

ভাবনার স্রোতের টানে হারিয়ে ফেলেছি,
হারানো কিছু স্মৃতির মাঝে নিজেকে খুঁজেছি।

দূরে কোনো এক স্থানে বেস্ত আছে সে,
আমিও বা কোন অজানা আশায় বসে?

দূরে থেকে তোকে অনেক কাছ থেকে চিনেছি,
অনেক কাছে থেকেও তোকে হারিয়েছি।

জীবনের সাথে এমন লুকোচুরি কতই না খেলেছি!
কিন্তু বারে-বারে খালি কেন আমি হেরেছি? #love #failedlove #wait #bangla 
শুধু তোমারই জন্য।
নিজের নামের খারাপ-মন্দ অনেক শুনেছি,
একটু-একটু মিথ্যা স্বপ্নের জাল নিজেও বুনেছি।

ভাবনার স্রোতের টানে হারিয়ে ফেলেছি,
হারানো কিছু স্মৃতির মাঝে নিজেকে খুঁজেছি।

দূরে কোনো এক স্থানে বেস্ত আছে সে,
আমিও বা কোন অজানা আশায় বসে?

দূরে থেকে তোকে অনেক কাছ থেকে চিনেছি,
অনেক কাছে থেকেও তোকে হারিয়েছি।

জীবনের সাথে এমন লুকোচুরি কতই না খেলেছি!
কিন্তু বারে-বারে খালি কেন আমি হেরেছি? #love #failedlove #wait #bangla 
শুধু তোমারই জন্য।
subhrodalal3676

Subhro Dalal

New Creator