Nojoto: Largest Storytelling Platform

নীলাম্বরীচাঁদ জ্যোৎস্না ভাঙুক বাঁধ তোমার ধারায় ভে

নীলাম্বরীচাঁদ জ্যোৎস্না ভাঙুক বাঁধ
তোমার ধারায় ভেসে যেতে সাধ।
কলমে তোমার যেন শব্দের ফোয়ারা
বেল জুঁইয়ের সুগন্ধে বাতাস মাতোয়ারা।
আমার মাটির উঠোনে এক ছোট্ট নয়নতারা
যদি ভালোবেসে আপন করো,ধন্য হবে তারা।
আমার সাজঘরে জায়গা খানিক ছোট
নাহয় দুই নয়নে কাজল হয়েই থেকো।
সবাই চায়ছে জোছনা গায়ে মেখে এক খাতা কবিতা লিখতে
চাঁদের থেকে অনেক দূরে আছি বামন সম,
তোমার মনের ঘরে জায়গা দিও এক চিলতে। Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ 
#তোমায়দিলামআজ 
#yqdada
নীলাম্বরীচাঁদ জ্যোৎস্না ভাঙুক বাঁধ
তোমার ধারায় ভেসে যেতে সাধ।
কলমে তোমার যেন শব্দের ফোয়ারা
বেল জুঁইয়ের সুগন্ধে বাতাস মাতোয়ারা।
আমার মাটির উঠোনে এক ছোট্ট নয়নতারা
যদি ভালোবেসে আপন করো,ধন্য হবে তারা।
আমার সাজঘরে জায়গা খানিক ছোট
নাহয় দুই নয়নে কাজল হয়েই থেকো।
সবাই চায়ছে জোছনা গায়ে মেখে এক খাতা কবিতা লিখতে
চাঁদের থেকে অনেক দূরে আছি বামন সম,
তোমার মনের ঘরে জায়গা দিও এক চিলতে। Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ 
#তোমায়দিলামআজ 
#yqdada