আমি ভাবিনি, তুমি আমাকে এইভাবে মধ্যরাতে ও মাঝপথে একাকীত্ব করে ছেড়ে চলে যাবে। আমি ভাবিনি, তোমার দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি আজ মিথ্যা হয়ে যাবে। আমি ভাবিনি, তুমি আমায় এভাবে ছলনা করবে। আমি ভাবিনি, তোমায় ছাড়া কখনো আমাকে একা বাঁচতে হবে। হ্যাঁ আমি কখনোই ভাবিনি। আমি ভাবিনি। #বাংলা #বেঙ্গলি #কলকাতা #Bangla #Bengali #कोलकाता