Nojoto: Largest Storytelling Platform

মনে পড়ে, ফেলে আসা রোববারের দুপুর, ঘুমন্ত শহরে এগ



মনে পড়ে, ফেলে আসা রোববারের দুপুর,
ঘুমন্ত শহরে এগিয়ে চলে নিস্তব্ধ নুপুর।
ছোটো বলে পাতে না পড়া সবকটা পদ,
চুপিসারে পাচার হয় রান্নাঘরের সম্পদ।
আচারের বয়াম খালি, চানাচুরের শিশি কই,
আমূল চোর পড়লে ধরা, সারা বাড়ি হইহই।

©Udayan Dutta (শ্রীসূক্ত উদয়ন)
  #Memories #childhood_memories #Nostalgia