Nojoto: Largest Storytelling Platform

ছেলেবেলার গল্প অষ্টাদশের যুদ্ধ মিটে গেছে কবে তবু র

ছেলেবেলার গল্প অষ্টাদশের যুদ্ধ মিটে গেছে কবে তবু রয়ে গেছে তার রেশ
বিষয়সম্পত্তি গৃহবিবাদ লেগেই আছে এটা মহাভারতের দেশ।
পুরানো ভিটে ছাড়তে হলো নতুন বসতি ঘোষপাড়া
ছোট্ট মেয়েটা কেঁদেই ভাসায় হয়ে সঙ্গীহারা।
পুতুল খেলার বন্ধু গুলোর পুরাতন পাড়ায় বাসা
কঠিন হয় নতুন এর সাথে সহজ ভালোবাসা।
রোজ বিকেলে ওই পাড়াতে চলে যায় মনের টানে
বাড়ি ফিরতে সন্ধ্যে হলে টান পড়ে তার কানে।
ছেলেবেলার গল্প অষ্টাদশের যুদ্ধ মিটে গেছে কবে তবু রয়ে গেছে তার রেশ
বিষয়সম্পত্তি গৃহবিবাদ লেগেই আছে এটা মহাভারতের দেশ।
পুরানো ভিটে ছাড়তে হলো নতুন বসতি ঘোষপাড়া
ছোট্ট মেয়েটা কেঁদেই ভাসায় হয়ে সঙ্গীহারা।
পুতুল খেলার বন্ধু গুলোর পুরাতন পাড়ায় বাসা
কঠিন হয় নতুন এর সাথে সহজ ভালোবাসা।
রোজ বিকেলে ওই পাড়াতে চলে যায় মনের টানে
বাড়ি ফিরতে সন্ধ্যে হলে টান পড়ে তার কানে।