লেপ-কম্বল পড়ছে রোদে, সুয্যি মামা জলদি ফিরছে বাড়ি, সকাল-বিকাল কফির পেলায় বসছে আসর, পেট হালকা হবার গল্প এখন খুবই ভারী, বিছানায় কম্বলের তলায় এখন বিশ্বসংসার, আর কাজে লাগো গায়ে কাপড়ের সারি, স্নানের ঘরে পড়ছে তালা, গায়ে তাই বাড়ছে গন্ধ ভারি, রাতে পথে বাড়ছে নিঃসঙ্গতা, এখন নিঃশ্বাসও তাই হচ্ছে ধোঁয়া, বলছি শোনো লিখতে হাত হচ্ছে ঠান্ডা, ওই যে বলে বইছে হেথায় উত্তরের হাওয়া।। শীতের গল্প ছন্দে ছন্দে তোমার সাথে #শীতেরগল্পে #loonatic #শীতকাল #yqdada #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada