Nojoto: Largest Storytelling Platform

বীরপুরুষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সোজা কবিতা

 বীরপুরুষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সোজা কবিতা যেখানে সে ঘোড়ায় আর তার মা পালকি তে বসে রওয়না দিচ্ছিলেন এমন সময় রাত হতে না হতেই তাদের ডাকাত দেড় মুখমুখী হতে হয় যার ফলে মা ভয় পে ঈশ্বর এর নাম নিতে শুরু করেন আর আরেক দিকে তার ছেলে তার মা কে বলে তাদের সঙ্গে যুদ্ধে নেমে পরে , ভীষণ রক্ত পাত হয় তার মা বিচলীত হয়ে যান । শেষে তার ছেলে বেঁচে ফিরে তার মা কে জানান যে সে বেঁচে আছে। এই কবিতায় কবি সেই মায়ের ছেলে টি কে বীরপুরুষ এই  কবিতা তে দেখতে চেয়েছেন ।

http://banglaikobita.xyz/%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-birpurush/
 বীরপুরুষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সোজা কবিতা যেখানে সে ঘোড়ায় আর তার মা পালকি তে বসে রওয়না দিচ্ছিলেন এমন সময় রাত হতে না হতেই তাদের ডাকাত দেড় মুখমুখী হতে হয় যার ফলে মা ভয় পে ঈশ্বর এর নাম নিতে শুরু করেন আর আরেক দিকে তার ছেলে তার মা কে বলে তাদের সঙ্গে যুদ্ধে নেমে পরে , ভীষণ রক্ত পাত হয় তার মা বিচলীত হয়ে যান । শেষে তার ছেলে বেঁচে ফিরে তার মা কে জানান যে সে বেঁচে আছে। এই কবিতায় কবি সেই মায়ের ছেলে টি কে বীরপুরুষ এই  কবিতা তে দেখতে চেয়েছেন ।

http://banglaikobita.xyz/%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-birpurush/