Nojoto: Largest Storytelling Platform

Jio প্রতারণা করল। Free call উঠল লাটে। কী ভাবছেন, অ

Jio প্রতারণা করল। Free call উঠল লাটে। কী ভাবছেন, অন্য কম্পানীর গ্রাহক হয়ে যাবেন? Airtel, Vodafone সকলে তো এখনও Free call দিচ্ছে। আপনারাও লাফিয়ে পড়ে তাদের আওতায় চলে যাচ্ছেন। কিন্তু কদিন TRAI থাকতে দেবে? একটা বিরাট game খেলবে তারা। অন্য কম্পানীগুলোও Jioর নতুন plan এর মত plan এনে ফেলবে। আপনাকেও বেশী পয়সা খরচ করে, বাধ্য হয়ে কম facility নিয়ে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। Show-called প্রতিবাদীরা TVতে বসে গুলতানি মারবে। প্রকৃত প্রতিবাদীরা কিছুদিন রাস্তায় নামবে। পুলিশের লাঠির গুঁতো খেয়ে বিপ্লব পেছনে ঢুকে যাবে। অশান্ত ভারতবর্ষ উত্তাল হয়ে উঠবে আরেকবার। তারপর, তারপর সবাই চুপ; সবাই compromise করে চলতে শিখে যাবে। Compromise
Jio প্রতারণা করল। Free call উঠল লাটে। কী ভাবছেন, অন্য কম্পানীর গ্রাহক হয়ে যাবেন? Airtel, Vodafone সকলে তো এখনও Free call দিচ্ছে। আপনারাও লাফিয়ে পড়ে তাদের আওতায় চলে যাচ্ছেন। কিন্তু কদিন TRAI থাকতে দেবে? একটা বিরাট game খেলবে তারা। অন্য কম্পানীগুলোও Jioর নতুন plan এর মত plan এনে ফেলবে। আপনাকেও বেশী পয়সা খরচ করে, বাধ্য হয়ে কম facility নিয়ে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। Show-called প্রতিবাদীরা TVতে বসে গুলতানি মারবে। প্রকৃত প্রতিবাদীরা কিছুদিন রাস্তায় নামবে। পুলিশের লাঠির গুঁতো খেয়ে বিপ্লব পেছনে ঢুকে যাবে। অশান্ত ভারতবর্ষ উত্তাল হয়ে উঠবে আরেকবার। তারপর, তারপর সবাই চুপ; সবাই compromise করে চলতে শিখে যাবে। Compromise