কোন এক ছায়া রেখা বরাবর হেঁটে চলি, দিগন্তের পথিক হয়ে। কল্পনাকে হার মানিয়ে বাস্তবে থাকি, প্রতিনিয়ত দিন গুনে চলি স্বপ্ন সত্যি করার। যে স্বপ্ন একান্তই আমার, আমার স্বপ্ন সত্যি করার পিছনে আমার পরিবারের ভূমিকাই প্রধান। তারা সবসময় আমাকে আশ্বাস দেয়... - আমরা আছি তোর পাশে ভয় কি তোর! এগিয়ে চল থামিস না, তোর সব স্বপ্ন সত্যি হবে একদিন।। ঠিক এমনটাই সবার পরিবার চায়, সবার পরিবার তাদের... সন্তানের স্বপ্ন সত্যি করার পেছনে, মুখ্য ভূমিকা পালন করে। আর আমরা কি করি... বাস্তবের জোয়ারে ভাসিয়ে দিচ্ছি নিজেদের, Digital যুগে social media দুনিয়ায়, যা আমাদের প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। সময় সাগরে থেকেও আমরা, প্রতিনিয়ত সময় কেই দোষ দিচ্ছি, কখনো এটা ভাবি না দোষটা আমাদের, সময়কে দোষ না দিয়ে... নিজেকে শোধরানোর প্রয়োজন সকলের... #yqbaba #yqtime