Nojoto: Largest Storytelling Platform

ঠিক কত করে ছিঁড়ে ফেলে দিই তোমার গাঁথা – আমার কবিত

ঠিক কত করে ছিঁড়ে ফেলে দিই তোমার গাঁথা –
আমার কবিতা ভাষা খাতা !
কত করে উপড়ে ফেলি মাটিতে পোঁতা অনুচিন্তার শিকড় ,
তাদের মৃত্যু আতঙ্ক জীবনে জড়িয়ে পড়ে !

একটা খুব চেনা কণ্ঠ মাঝরাতে কেঁদে কেঁদে ওঠে –
তার বসবাস আমার মধ্যেই ...
ফুটপাতে নেমে আসি, পিঠে বেঁধে ঝাপসা সংসার ।

নিহত স্বপ্নের শব যেন ঝুঁকে ঝুঁকে এসে হাত ছুঁয়ে যায় ,
সে আসে ঢের ঢের প্রত্যাশা নিয়ে !
তবু দেয়াল জুড়ে বহুবার অন্ধকার ।

আলোর গাঁয়ে লেগে থাকা আকাশ ,
অভিশাপগ্রস্ত সময় বিদ্রুপ বাণ চালায় ...
.............
........
ক্ষতটা হলদে করা হাত বয়ে নিয়ে, কই তুমি ? একটা হিজিবিজি মাত্র! .... 

•
•
#yqdada
#yqbaba
#yqbangla
#yqquotes
ঠিক কত করে ছিঁড়ে ফেলে দিই তোমার গাঁথা –
আমার কবিতা ভাষা খাতা !
কত করে উপড়ে ফেলি মাটিতে পোঁতা অনুচিন্তার শিকড় ,
তাদের মৃত্যু আতঙ্ক জীবনে জড়িয়ে পড়ে !

একটা খুব চেনা কণ্ঠ মাঝরাতে কেঁদে কেঁদে ওঠে –
তার বসবাস আমার মধ্যেই ...
ফুটপাতে নেমে আসি, পিঠে বেঁধে ঝাপসা সংসার ।

নিহত স্বপ্নের শব যেন ঝুঁকে ঝুঁকে এসে হাত ছুঁয়ে যায় ,
সে আসে ঢের ঢের প্রত্যাশা নিয়ে !
তবু দেয়াল জুড়ে বহুবার অন্ধকার ।

আলোর গাঁয়ে লেগে থাকা আকাশ ,
অভিশাপগ্রস্ত সময় বিদ্রুপ বাণ চালায় ...
.............
........
ক্ষতটা হলদে করা হাত বয়ে নিয়ে, কই তুমি ? একটা হিজিবিজি মাত্র! .... 

•
•
#yqdada
#yqbaba
#yqbangla
#yqquotes
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator