Nojoto: Largest Storytelling Platform

হয়তো তাকে যায় না দেখা, উপস্থিতি হয় মালুম, দমকা হা

হয়তো তাকে যায় না দেখা, উপস্থিতি হয় মালুম,

দমকা হাওয়ায় দরজা খোলে, মেঘ ডাকে হালুম ।

শব্দ আছে, তবে নাই উৎসের কোনো হদিশ,

অনূভুতি আছে, আছে হাওয়াই ফিসফিস।

কাঠফাটা গরমেও শিরদাড়া বেয়ে শীতল রক্তস্রোত,

অদৃশ্য তবু, নিশিরাতের আশ্চর্য ভীতি খদ‍্যোত।

©Udayan Dutta (শ্রীসূক্ত উদয়ন)
  #Ghosts #horror #Fear #ghoststory