আমার নীরবতা প্রদান করে যদি তোমার শান্তি , তবে আমি নীরবেই থাকি। তোমার পাণে আমার অপলক চাওয়া;যদি শরীরে তোমার ধরায় জ্বালা, তবে আমি অন্ধ হয়ে থাকি। তোমার জীবনের সব কোণ রঙিনতায় যাক ছেয়ে; আমি সাদা-কালোয় মিশে থাকি। #piccontest28 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest28