Nojoto: Largest Storytelling Platform

আজকের এ বৃষ্টির ছন্দ সত্যি একটু অন্যরকম, খুশি দুঃ

আজকের এ বৃষ্টির ছন্দ সত্যি একটু অন্যরকম, 
খুশি দুঃখ মিলে যেন হয়েছে একাকার ,
কেউ খিচুড়ি আলুর দমে সারছে আহার ,
কেউ বা আবার হারিয়ে ঘর বানের ভয়ে করছে হাহাকার ,
কারোর মনে চা কফিতে গল্প কবিতা, 
কারোর আবার ত্রাণের আশায় ত্রাণশিবিরে নীরব প্রতীক্ষা, 
মিষ্টি হাওয়া বৃষ্টিতে কারো নিশ্চিন্ত ঘুম, 
কারোর আবার ভেসে যাওয়া ঘর দেখতে যাওয়ার ধুম, 
আজকে যদি এমন হতো হাসত সবাই সাথে, 
দুর্যোগ নয় আশীষ হয়ে নামতো বৃষ্টি হাতে,
মেঘগর্জন মন ভরাতো প্রতিবারের মতো, 
ঝড়ের নামে আম কুড়োতো ছোটোবেলা যত ,
ছন্দ হত বৃষ্টি হত ভিজত নদীর ঢেউ, 
তবু নদীর কূল ছাপিয়ে ভাসত না তো কেউ....

©Snigdha 's World #rain #Life #philosophy #flood
আজকের এ বৃষ্টির ছন্দ সত্যি একটু অন্যরকম, 
খুশি দুঃখ মিলে যেন হয়েছে একাকার ,
কেউ খিচুড়ি আলুর দমে সারছে আহার ,
কেউ বা আবার হারিয়ে ঘর বানের ভয়ে করছে হাহাকার ,
কারোর মনে চা কফিতে গল্প কবিতা, 
কারোর আবার ত্রাণের আশায় ত্রাণশিবিরে নীরব প্রতীক্ষা, 
মিষ্টি হাওয়া বৃষ্টিতে কারো নিশ্চিন্ত ঘুম, 
কারোর আবার ভেসে যাওয়া ঘর দেখতে যাওয়ার ধুম, 
আজকে যদি এমন হতো হাসত সবাই সাথে, 
দুর্যোগ নয় আশীষ হয়ে নামতো বৃষ্টি হাতে,
মেঘগর্জন মন ভরাতো প্রতিবারের মতো, 
ঝড়ের নামে আম কুড়োতো ছোটোবেলা যত ,
ছন্দ হত বৃষ্টি হত ভিজত নদীর ঢেউ, 
তবু নদীর কূল ছাপিয়ে ভাসত না তো কেউ....

©Snigdha 's World #rain #Life #philosophy #flood