Nojoto: Largest Storytelling Platform

জানি আজও সেই পথ তুই খুঁজিস। লুকিয়ে লুকিয়ে চলে যা

জানি আজও সেই পথ তুই খুঁজিস। লুকিয়ে লুকিয়ে চলে যাস কখন যেন। নদীর তীরে একলা বসে সময় কাটাস।ডাইরির পাতার ভাঁজে আজ ও রেখে দিয়েছিস সেই দিনের গোলাপটা কে। 
ছবির মধ্যে লুকিয়ে রেখেছিস আমাকে। সকলের থেকে আড়াল করে। দুটো পথ আজ দুই দিকে কিন্তু মনটা আজ ও সেইখানে বন্দি।

©Anjali Das Gupta
  #Tulips#nijerkorenis#durerekhedis#