White ♦️দেশ♦️ জয় গোস্বামী ---------------------------------------------------------- ফুটপাথে দাঁড়িয়ে তোমরা খেলা দেখছো; দোকানের মধ্যে টিভি স্ক্রিন। বৃষ্টি এলো। মাথায় রুমাল। ছাতা খুলল একজন। তিনজন তার গায়ে ঘেঁষে। একটা করে চার হচ্ছে। দূরে ফাটল উল্লাসের বাজি। ফিরে যাচ্ছে অল্প রানে। সমবেত গর্জন হতাশ। যা যা তোমরা পাওনি জীবনে তোমাদের যেখানে যেখানে অপমান যারা যারা ' দুরছাই ' করল তোমাদের সমস্ত কিছুর পাল্টা জবাব দেবার জন্য একজন দাঁড়াত ব্যাট হাতে... তারপর প্রত্যেকটা বল একশো একুশ কোটি লোক খেলেছে নিজের মনে মনে শূন্য কিংবা শতরান পেয়েছে তারাও। যদিও রেকর্ড বইতে কোথাও তাদের নাম নেই। একা শুধু সচিনই খেলেনি! ____________________________________________ ©কথা inspirational quotes