Nojoto: Largest Storytelling Platform

শীতল রাতের সাথে  আবছায়া ল্যাম্পপোস্ট নিচে  দাঁড

শীতল রাতের সাথে 

আবছায়া ল্যাম্পপোস্ট নিচে 

দাঁড়িয়ে থাকা এক

প্রেমিকার ভ্রম ।


আরও একটু দূরে

হটাৎ হারিয়ে যাওয়া

জ্যোৎস্নার ঝলসানিতে

বনলতার বন ।


কত রাত্রি , শত রাত্রি 

কাটছে ।

কাটছে শত শিরা

হাত রক্ত মাখা ।

কত রাত্রি , শত রাত্রি 

ডাকছে ।

ডাকছে ওই দূরে 

তাই মেলেছি পাখা ।


লুকানো কথার ভাজে

নেশা করে এক ঝাঁক ফুল ,

কদম গাছের ডালে ।


শহর চলছে ঘুমন্ত ফুটপাথে

কখনও বা বাইপাসে ,

তার নিজের ছলে ।


কত কষ্ট , শত কষ্ট

দমছে ।

দমছে হাজার কথা

বেওনট রক্ত মাখা ।

কত কষ্ট , শত কষ্ট 

ডাকছে ।

ডাকছে মাথার উপর 

তাই মেলেছি পাখা । Open Wings মেলেছি পাখা #openwings #wings #society #harshness #dark #darkpoem #love #hate #win #lose  Eisha mahi itz mahi pooja yadav milli MONIKA SINGH
শীতল রাতের সাথে 

আবছায়া ল্যাম্পপোস্ট নিচে 

দাঁড়িয়ে থাকা এক

প্রেমিকার ভ্রম ।


আরও একটু দূরে

হটাৎ হারিয়ে যাওয়া

জ্যোৎস্নার ঝলসানিতে

বনলতার বন ।


কত রাত্রি , শত রাত্রি 

কাটছে ।

কাটছে শত শিরা

হাত রক্ত মাখা ।

কত রাত্রি , শত রাত্রি 

ডাকছে ।

ডাকছে ওই দূরে 

তাই মেলেছি পাখা ।


লুকানো কথার ভাজে

নেশা করে এক ঝাঁক ফুল ,

কদম গাছের ডালে ।


শহর চলছে ঘুমন্ত ফুটপাথে

কখনও বা বাইপাসে ,

তার নিজের ছলে ।


কত কষ্ট , শত কষ্ট

দমছে ।

দমছে হাজার কথা

বেওনট রক্ত মাখা ।

কত কষ্ট , শত কষ্ট 

ডাকছে ।

ডাকছে মাথার উপর 

তাই মেলেছি পাখা । Open Wings মেলেছি পাখা #openwings #wings #society #harshness #dark #darkpoem #love #hate #win #lose  Eisha mahi itz mahi pooja yadav milli MONIKA SINGH
sataniksil2455

Satanik Sil

New Creator