হই মোরা যত মহান পুরুষ মহারাজা কিংবা বীর মা'র কাছে মোরা চিরশিশু তাই গর্বের নত শির 'কত ভালবাসো ও আমার মা'! বলে শিশু তার মাকে ; - "হৃদয় আমার যতটাই আছে ভরাই তা দিয়ে তোকে" । শিশু বলে হেসে 'দিতে পারি মাগো আরও বেশি ভালোবাসা.... সত্তার সুখে , কান্নায় - দুঃখে ;- তুমিই যে ভরসা - আশা' ।। #মাভালোবাসারসমার্থক #yqdada #challenge #মাতৃদিবস #ভাবতীর্থ