Nojoto: Largest Storytelling Platform

রাতের আকাশে অপরুপ অনন্য চাঁদখানি, রূপের মাধুর্যে ক

রাতের আকাশে অপরুপ অনন্য চাঁদখানি,
রূপের মাধুর্যে করেছিল আমায় ঘায়েল,
স্বর্গরাজ্যের খ্যাত কোনো অপ্সরা যেন মর্ত্যে,
মিছেমিছিই পদযুগলে তার বেঁধেছিল পায়েল,
চাঁদের ওপর বেঁধেছিলাম লালসার দড়ি,
করেছিলাম হাতের সংস্পর্শে আনার চেষ্টা,
পাশে এক পথশিশুর ক্ষুধার্ত চোখ,
মাথার ওপরের বৃহৎ "চাঁদরুটির"পানে চেয়ে,
ডাস্টবিনে হাতড়ে পরিত্যক্ত বোতলে,
মুখ গুঁজে মেটায় মনের তেষ্টা। #piccontest13

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রেটেশন, অথবা ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest13
রাতের আকাশে অপরুপ অনন্য চাঁদখানি,
রূপের মাধুর্যে করেছিল আমায় ঘায়েল,
স্বর্গরাজ্যের খ্যাত কোনো অপ্সরা যেন মর্ত্যে,
মিছেমিছিই পদযুগলে তার বেঁধেছিল পায়েল,
চাঁদের ওপর বেঁধেছিলাম লালসার দড়ি,
করেছিলাম হাতের সংস্পর্শে আনার চেষ্টা,
পাশে এক পথশিশুর ক্ষুধার্ত চোখ,
মাথার ওপরের বৃহৎ "চাঁদরুটির"পানে চেয়ে,
ডাস্টবিনে হাতড়ে পরিত্যক্ত বোতলে,
মুখ গুঁজে মেটায় মনের তেষ্টা। #piccontest13

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রেটেশন, অথবা ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest13