পৃথিবীর বাগান ফুলে ফুলে মাতোয়ারা, রূপে,সৌন্দর্যে,সুবাসে সকলকে করে চলে পাগলপারা। এত ফুলে সাজানো বাগিচা, তবুও মনের ফুলদানি থেকে যায় ফাঁকা। যদিও দু-একটিকে মনে ধরে, অক্ষম,ছিঁড়ে এনে,ফুলদানি সাজাতে! আজীবন কেবল রয়ে যায় তাদের সুবাস মনের অন্তরালে। #piccontest57 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest57