Nojoto: Largest Storytelling Platform

পাশে থাকার অঙ্গীকারে, ভয়টা ভুলিস এক্কেবারে, হৃদয়

পাশে থাকার অঙ্গীকারে,
 ভয়টা ভুলিস এক্কেবারে,

হৃদয় শুধু বাঁচতে জানে,
  গভীর রাতেও আলোর টানে,

সংগোপনে দিলে ধরা
  মুহূর্তে হই বাঁধনহারা--

ভালোবাসতে পারিস যদি,
   হয়ে যাবো সেদিন নদী--

নদীর স্রোতে পাগলপারা
  বইবে মোদের জীবনধারা...  #saheli #YourQuoteAndMine
Collaborating with সহেলী দেবনাথ
পাশে থাকার অঙ্গীকারে,
 ভয়টা ভুলিস এক্কেবারে,

হৃদয় শুধু বাঁচতে জানে,
  গভীর রাতেও আলোর টানে,

সংগোপনে দিলে ধরা
  মুহূর্তে হই বাঁধনহারা--

ভালোবাসতে পারিস যদি,
   হয়ে যাবো সেদিন নদী--

নদীর স্রোতে পাগলপারা
  বইবে মোদের জীবনধারা...  #saheli #YourQuoteAndMine
Collaborating with সহেলী দেবনাথ
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#saheli #YourQuoteAndMine Collaborating with সহেলী দেবনাথ