Nojoto: Largest Storytelling Platform

।।দেখছি।। একদিন ভরদুপুরে বললে বাবা আমায

          ।।দেখছি।।

একদিন ভরদুপুরে বললে বাবা আমায়,
“দেখনা” বাবা-মা কেন ঘাটে এত চেঁচায়।
তারপর আমি এক নিমিষে ছুটে গেলাম ঘাটে,
কিছুক্ষণ না হতেই মা’র চিৎকার না থামে।
তারপরেই ‘বড় বড় চোখ করে’ বাবা এলেন রেগে,
বললে বাবা ‘এখনো মাকে ফেলে রেখেছিস এখানে’।
আমি বললাম “তুমি তো বললে শুধু দেখতে আমায়”,
তাইতো আমি দেখছি “মা ঘাটে আছাড় খেয়ে কেমন চেঁচায়”।

 আমি বললাম তুমি তো বললে ‘শুধু দেখতে আমায়’,
তাইতো আমি দেখছি “মা ঘাটে আছাড় খেয়ে কেমন চেচায়”।🤣🤣🤣
#স্বপ্নরুদ্রেক 
#কলমসাথী 
#sapnorudrek 
#kalamsathi 
#protesting_mind 
#yqdada
          ।।দেখছি।।

একদিন ভরদুপুরে বললে বাবা আমায়,
“দেখনা” বাবা-মা কেন ঘাটে এত চেঁচায়।
তারপর আমি এক নিমিষে ছুটে গেলাম ঘাটে,
কিছুক্ষণ না হতেই মা’র চিৎকার না থামে।
তারপরেই ‘বড় বড় চোখ করে’ বাবা এলেন রেগে,
বললে বাবা ‘এখনো মাকে ফেলে রেখেছিস এখানে’।
আমি বললাম “তুমি তো বললে শুধু দেখতে আমায়”,
তাইতো আমি দেখছি “মা ঘাটে আছাড় খেয়ে কেমন চেঁচায়”।

 আমি বললাম তুমি তো বললে ‘শুধু দেখতে আমায়’,
তাইতো আমি দেখছি “মা ঘাটে আছাড় খেয়ে কেমন চেচায়”।🤣🤣🤣
#স্বপ্নরুদ্রেক 
#কলমসাথী 
#sapnorudrek 
#kalamsathi 
#protesting_mind 
#yqdada

আমি বললাম তুমি তো বললে ‘শুধু দেখতে আমায়’, তাইতো আমি দেখছি “মা ঘাটে আছাড় খেয়ে কেমন চেচায়”।🤣🤣🤣 #স্বপ্নরুদ্রেক #কলমসাথী #sapnorudrek #kalamsathi #protesting_mind #yqdada #yqbaba #আবোলতাবোল