বাবা নামের ছায়া টা আছে বলে আজ রুদ-বৃষ্টি লাগে না গায়ে বাবা নামের শক্ত হাত টা আছে বলে ভয় লাগেনা জীবনের সমুদ্র তে হাবু ডুবু খেতে বাবা নামের আশীর্বাদ টা আছে বলে আজ জীবন কাটছে সুখের তালে খোদা যেনো রাখেন সবার বাবা কে সুস্থ সবল বাবা যেনো বেচে থাকেন দির্ঘ একটি জীবন। (**মনের কিছু অনুভূতি প্রকাশ করার চেষ্টা করলাম, অনেক শব্দ বা বাক্য ভুল হতে পারে তাই সবাই ক্ষমা🙏🙏🙏 করবে,আর যদি সম্বভ হয় আমাকে ভুল গুলো কমেন্টে জানাবেন) • দু'লাইনে বাবার গল্প প্রিয় লেখক বন্ধুরা, আজ এই র্যাপিড ফায়ার কন্টেস্টে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম দু'লাইনে বাবার গল্প। তবে দেরি না করে, আমার সাথে কোলাব করে অংশগ্রহণ করো আজকের র্যাপিড ফায়ার কন্টেস্টে।