Nojoto: Largest Storytelling Platform

মেঘ যদি হয় অভিমানী আকাশ কি তার মান ভাঙ্গাবে নদী

মেঘ যদি হয় অভিমানী 
আকাশ কি তার মান ভাঙ্গাবে 
নদী যদি না যায় কাছে 
সাগর সেও শুকিয়ে যাবে 
বাঁধ ভেঙ্গেছে ফল্গু তুমি 
যাচাই করো সামনে গিয়ে 
বুঝলে না তো কোথায় সে বাঁধ
আর কি গেছে সঙ্গে নিয়ে

©Shankar Nath Upadhaya #অভিমানী
মেঘ যদি হয় অভিমানী 
আকাশ কি তার মান ভাঙ্গাবে 
নদী যদি না যায় কাছে 
সাগর সেও শুকিয়ে যাবে 
বাঁধ ভেঙ্গেছে ফল্গু তুমি 
যাচাই করো সামনে গিয়ে 
বুঝলে না তো কোথায় সে বাঁধ
আর কি গেছে সঙ্গে নিয়ে

©Shankar Nath Upadhaya #অভিমানী