মেঘ যদি হয় অভিমানী আকাশ কি তার মান ভাঙ্গাবে নদী যদি না যায় কাছে সাগর সেও শুকিয়ে যাবে বাঁধ ভেঙ্গেছে ফল্গু তুমি যাচাই করো সামনে গিয়ে বুঝলে না তো কোথায় সে বাঁধ আর কি গেছে সঙ্গে নিয়ে ©Shankar Nath Upadhaya #অভিমানী