Nojoto: Largest Storytelling Platform

শব্দ কথা খুঁজতে খুঁজতে ক্ষয়ে গেছে বেশ কিছুটা কাল !

শব্দ কথা খুঁজতে খুঁজতে ক্ষয়ে গেছে বেশ কিছুটা কাল !
আমি পারবো,
নিজেকে এমন সত্যি প্রমাণ দেওয়ার মতো সাহস
আজ আর নেই হাতের মুঠোতে ।

পথের পাশে বসে থাকা ‘বাউল’-টা আজ আর
আঙুলের ইশারাতে বুঝিয়ে দেয় না ।
তোমার পায়ের তলে লুটিয়ে যাওয়া ধুলো
আমায় বলে দেয় তোমার চোখের গভীরে
লুকিয়ে মরে থাকা এক ফোঁটা অশ্রু ।

শীতকাতুরে কষ্টগুলো বার বার সংযত করার চেষ্টায়
ভেঙে যায় শিরদাঁড়া।
মাটিতে তাকিয়ে দেখি তোমার হাতের চামড়া
জড়ানো পাতা গুলোর ক্ষয় ধরেছে ...

প্রদীপের আলোয় আবছা হয়ে যাই ,
যেন আজও তোমার অশ্রু গেঁথে আছে শরীরে ,
তোমার শব্দ কথাতে সত্যি খুঁজে পাই —
আমার একফোঁটা অশ্রুতে লুকিয়ে থাকবে
তোমার জীবন তোমার মরণ ।। #বাউল #yqdada #yqbaba #অনুভূতি_দের_শুভ #yqtales #yqbangla
শব্দ কথা খুঁজতে খুঁজতে ক্ষয়ে গেছে বেশ কিছুটা কাল !
আমি পারবো,
নিজেকে এমন সত্যি প্রমাণ দেওয়ার মতো সাহস
আজ আর নেই হাতের মুঠোতে ।

পথের পাশে বসে থাকা ‘বাউল’-টা আজ আর
আঙুলের ইশারাতে বুঝিয়ে দেয় না ।
তোমার পায়ের তলে লুটিয়ে যাওয়া ধুলো
আমায় বলে দেয় তোমার চোখের গভীরে
লুকিয়ে মরে থাকা এক ফোঁটা অশ্রু ।

শীতকাতুরে কষ্টগুলো বার বার সংযত করার চেষ্টায়
ভেঙে যায় শিরদাঁড়া।
মাটিতে তাকিয়ে দেখি তোমার হাতের চামড়া
জড়ানো পাতা গুলোর ক্ষয় ধরেছে ...

প্রদীপের আলোয় আবছা হয়ে যাই ,
যেন আজও তোমার অশ্রু গেঁথে আছে শরীরে ,
তোমার শব্দ কথাতে সত্যি খুঁজে পাই —
আমার একফোঁটা অশ্রুতে লুকিয়ে থাকবে
তোমার জীবন তোমার মরণ ।। #বাউল #yqdada #yqbaba #অনুভূতি_দের_শুভ #yqtales #yqbangla
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator