Nojoto: Largest Storytelling Platform

কি চাও বলোতো? ফিরে আসি তোমার কাছে? কিন্তু কেনো আ

কি চাও বলোতো?  ফিরে আসি তোমার কাছে? 
কিন্তু কেনো আসবো বলতে পারো? 
কখনও নিজে মুখে বলেছ,  ভালোবাসি? 
কখনও বলেছ, ছেড়ে যাবে না কোনোদিন? 
আরে আমি তো মানুষ,  না বললে বুঝবো কি করে? 
যত বারই দূরে গেছি, ফিরতে হয়েছে আবার, বারবার. 
কতো বার মনে হয়েছে কেনো এই প্রেম... 
তারপর চোখের জল ফেলে তোমাকেই আঁকড়ে ধরেছি আবার, 
কি করবো বলো?  তোমাকে ছাড়া যে এক মুহূর্ত বাঁচিনি কোনোদিন.,
তোমাকে না ভেবে যে কাটেনি একটি প্রহরও , 
বারবার ভেবেছি কি গুণ আছে আমার তোমাকে ভালোবাসার, 
কিন্তু বারবার তুমি জানিয়ে দিয়েছ তোমার প্রেম, 
মুখে নয় তবে ইশারা হয়েছে তোমার প্রেমের প্রমাণ, 
এমন প্রেম যা অমর হয়ে রয়ে যাবে চিরদিন ,
হয়ত সেদিন থাকবো না আর আমি,  
কিন্তু তোমার প্রতিটি নামের স্বরে 
হৃদয় আমার ভরবে তোমায় শুনে ,
শুনে তোমার মধুর নামের ধ্বনি.....

©Snigdha 's World #Bengali #Bengali_poem #poem #Love #Nojoto
কি চাও বলোতো?  ফিরে আসি তোমার কাছে? 
কিন্তু কেনো আসবো বলতে পারো? 
কখনও নিজে মুখে বলেছ,  ভালোবাসি? 
কখনও বলেছ, ছেড়ে যাবে না কোনোদিন? 
আরে আমি তো মানুষ,  না বললে বুঝবো কি করে? 
যত বারই দূরে গেছি, ফিরতে হয়েছে আবার, বারবার. 
কতো বার মনে হয়েছে কেনো এই প্রেম... 
তারপর চোখের জল ফেলে তোমাকেই আঁকড়ে ধরেছি আবার, 
কি করবো বলো?  তোমাকে ছাড়া যে এক মুহূর্ত বাঁচিনি কোনোদিন.,
তোমাকে না ভেবে যে কাটেনি একটি প্রহরও , 
বারবার ভেবেছি কি গুণ আছে আমার তোমাকে ভালোবাসার, 
কিন্তু বারবার তুমি জানিয়ে দিয়েছ তোমার প্রেম, 
মুখে নয় তবে ইশারা হয়েছে তোমার প্রেমের প্রমাণ, 
এমন প্রেম যা অমর হয়ে রয়ে যাবে চিরদিন ,
হয়ত সেদিন থাকবো না আর আমি,  
কিন্তু তোমার প্রতিটি নামের স্বরে 
হৃদয় আমার ভরবে তোমায় শুনে ,
শুনে তোমার মধুর নামের ধ্বনি.....

©Snigdha 's World #Bengali #Bengali_poem #poem #Love #Nojoto