Nojoto: Largest Storytelling Platform

জীবন চলেছে জীবনের মতন এক ঝাক পাখি উড়ে চলে গেল কাল

জীবন চলেছে জীবনের মতন
এক ঝাক পাখি উড়ে চলে গেল
কালো লোকটার মনটা কালো ছিল না
ক্লান্তি এখনো লজ্জা পায়
ধরা পড়ে তবুও উঠে দাঁড়ায়
সেদিন রাতে তুই আর আমি একাই ছিলাম
ঘড়ির কাঁটা গুলো ঘুরতে থাকলেই তোর মন কি আর ধরা যায় না
দূরবীন অনেকদূর দেখতে পায়
দুটো পায়রা বাসা করেছে রান্নাঘরের ওপর
গভীর রাতে মোটরসাইকেল টা ভট ভট করতে করতে চলে গেল
সরে যাচ্ছে অসময়ে বৃষ্টি
ভিড়ের মাঝে দু'একটা চোখ
কান্না যখন বিলাসিতা
আঘাত কি কারো বাপের সম্পত্তি
ফিরিয়ে দিয়েছি বারবার
সাদা নয় বিশেষ কিছু রং
উষ্ণায়ন সহ্য করছে কারা
সবুজের খোঁজে অবুঝের দঙ্গল
ফেরাবো কে ফেরাবো কাকে প্রত্যাঘাত বাঁচার ফাঁকে আটকে যায়
দরজাটা বন্ধ হচ্ছে
খুনির মরে খনার বচন অন্তর কানা by mono ghosh
জীবন চলেছে জীবনের মতন
এক ঝাক পাখি উড়ে চলে গেল
কালো লোকটার মনটা কালো ছিল না
ক্লান্তি এখনো লজ্জা পায়
ধরা পড়ে তবুও উঠে দাঁড়ায়
সেদিন রাতে তুই আর আমি একাই ছিলাম
ঘড়ির কাঁটা গুলো ঘুরতে থাকলেই তোর মন কি আর ধরা যায় না
দূরবীন অনেকদূর দেখতে পায়
দুটো পায়রা বাসা করেছে রান্নাঘরের ওপর
গভীর রাতে মোটরসাইকেল টা ভট ভট করতে করতে চলে গেল
সরে যাচ্ছে অসময়ে বৃষ্টি
ভিড়ের মাঝে দু'একটা চোখ
কান্না যখন বিলাসিতা
আঘাত কি কারো বাপের সম্পত্তি
ফিরিয়ে দিয়েছি বারবার
সাদা নয় বিশেষ কিছু রং
উষ্ণায়ন সহ্য করছে কারা
সবুজের খোঁজে অবুঝের দঙ্গল
ফেরাবো কে ফেরাবো কাকে প্রত্যাঘাত বাঁচার ফাঁকে আটকে যায়
দরজাটা বন্ধ হচ্ছে
খুনির মরে খনার বচন অন্তর কানা by mono ghosh
monoghosh8283

Mono Ghosh

New Creator