Nojoto: Largest Storytelling Platform

আজ তার স্বপ্ন সত্যি হয়েছে। মাঝরাতে আর তার ঘুম ভেঙ্

আজ তার স্বপ্ন সত্যি হয়েছে।
মাঝরাতে আর তার ঘুম ভেঙ্গে যায় না।
আজ সে নিশ্চিন্তের ঘুম ঘুমোয়।

আজ সব আছে
টিভি, ফ্রিজ, এসি,
লেটেস্ট মডেলের ইম্পোর্টেড গাড়ি,
সুন্দরী স্ত্রী।
হাই ক্লাস সোসাইটিতে আজ তার ওঠাবসা।
মদ আছে, সেক্স আছে।
আজ সে নিশ্চিন্তের ঘুম ঘুমোয়।
স্বপ্ন সে আজও দেখে,
পিরামিডের চুড়োয় পৌঁছানোর স্বপ্ন !
আর এক মাসের মধ্যেই হয়ত একটা বড় প্রোমোশন !

কিন্তু তবুও,
আজ সে যখন চব্বিশ বছর আগেকার
সাত বছরের ছোট্ট বুবুনের দিকে তাকায়,
তার চোখের সামনে ভেসে ওঠে 
সাত বছর বয়সের কিছুটা কল্পনা, আর অনেকটাই স্বপ্ন।

ছোট্ট বুবুন আজও তাকিয়ে থাকে
অবাক বিষ্ময়ে তাকিয়ে দেখে
তার সেই স্বপ্নের গায়ে আজ নীল কালশিটের দাগ। #bengali #bengali_poem #bengaliwriting #lifelessons #lifeisstrange #dreams
আজ তার স্বপ্ন সত্যি হয়েছে।
মাঝরাতে আর তার ঘুম ভেঙ্গে যায় না।
আজ সে নিশ্চিন্তের ঘুম ঘুমোয়।

আজ সব আছে
টিভি, ফ্রিজ, এসি,
লেটেস্ট মডেলের ইম্পোর্টেড গাড়ি,
সুন্দরী স্ত্রী।
হাই ক্লাস সোসাইটিতে আজ তার ওঠাবসা।
মদ আছে, সেক্স আছে।
আজ সে নিশ্চিন্তের ঘুম ঘুমোয়।
স্বপ্ন সে আজও দেখে,
পিরামিডের চুড়োয় পৌঁছানোর স্বপ্ন !
আর এক মাসের মধ্যেই হয়ত একটা বড় প্রোমোশন !

কিন্তু তবুও,
আজ সে যখন চব্বিশ বছর আগেকার
সাত বছরের ছোট্ট বুবুনের দিকে তাকায়,
তার চোখের সামনে ভেসে ওঠে 
সাত বছর বয়সের কিছুটা কল্পনা, আর অনেকটাই স্বপ্ন।

ছোট্ট বুবুন আজও তাকিয়ে থাকে
অবাক বিষ্ময়ে তাকিয়ে দেখে
তার সেই স্বপ্নের গায়ে আজ নীল কালশিটের দাগ। #bengali #bengali_poem #bengaliwriting #lifelessons #lifeisstrange #dreams
avikdas3455

Avik Das

New Creator