Nojoto: Largest Storytelling Platform

শূন্যতায় ভরা এই জীবন, তবুও কাদে না যে মন । একা

শূন্যতায় ভরা এই জীবন,
 তবুও কাদে না যে মন ।
 একা জেগে থাকি দিবারাত্রি,
 তবুও নিদ্রা আসেনা হৃদ মাঝি।
কেউ কী বুঝবে আমার কি হয়েছে,
ব্যাকুলতায় বুক কামড়ে উঠেছে।
তবু যে মানেনা এই বন্ধুগন,
কিকরে বুঝায় আমার ক্ষতবিক্ষত জীবন।
চোখে জলে উঠে স্বপ্ন,
মুছে যায় বালির মত ।
কেউ কি বুঝবে কখনো,
 ক্ষণে ক্ষণে গলা শুকিয়ে উঠছে কেন?  #firstquote with
Perfectly Imperfect 😉
শূন্যতায় ভরা এই জীবন,
 তবুও কাদে না যে মন ।
 একা জেগে থাকি দিবারাত্রি,
 তবুও নিদ্রা আসেনা হৃদ মাঝি।
কেউ কী বুঝবে আমার কি হয়েছে,
ব্যাকুলতায় বুক কামড়ে উঠেছে।
তবু যে মানেনা এই বন্ধুগন,
কিকরে বুঝায় আমার ক্ষতবিক্ষত জীবন।
চোখে জলে উঠে স্বপ্ন,
মুছে যায় বালির মত ।
কেউ কি বুঝবে কখনো,
 ক্ষণে ক্ষণে গলা শুকিয়ে উঠছে কেন?  #firstquote with
Perfectly Imperfect 😉