Nojoto: Largest Storytelling Platform

কাপড় খুললেই যদি কবিতা হত তাহলে বেশ্যালয়গুলো কাব

কাপড় খুললেই যদি কবিতা হত
তাহলে 
বেশ্যালয়গুলো কাব্যের আতুর ঘর...
আদিমখোরগুলো 
হত পদ্ম বিভূষিত,
রত্নে রত্নে রত্নাকর !!
বিকৃত-মনস্করা ব্যস্ত যখন একে অপরের কাছাখোলায় ,
আমরা তখন জীবনমুখী গায়...
সমাজ বয়ে যায় সমসাময়িকতায়
দিন বদলায় 
শুধু বদলায় না মানুষের মন ।।
পীড়িতের নরক যাতন 
বালিশে চাপা পড়ে সমাধিস্থ হয়, 
আর
হাহাকার যত একান্ত নিরবে উড়ে যায় ফানুসের মতন...
 #অসামাজিক কবিতা...
কাপড় খুললেই যদি কবিতা হত
তাহলে 
বেশ্যালয়গুলো কাব্যের আতুর ঘর...
আদিমখোরগুলো 
হত পদ্ম বিভূষিত,
রত্নে রত্নে রত্নাকর !!
বিকৃত-মনস্করা ব্যস্ত যখন একে অপরের কাছাখোলায় ,
আমরা তখন জীবনমুখী গায়...
সমাজ বয়ে যায় সমসাময়িকতায়
দিন বদলায় 
শুধু বদলায় না মানুষের মন ।।
পীড়িতের নরক যাতন 
বালিশে চাপা পড়ে সমাধিস্থ হয়, 
আর
হাহাকার যত একান্ত নিরবে উড়ে যায় ফানুসের মতন...
 #অসামাজিক কবিতা...

#অসামাজিক কবিতা...