Nojoto: Largest Storytelling Platform

কুমুদ কোথা থেকে যেন শুনেছে যে এবারের বাজেটে ইনকাম

কুমুদ কোথা থেকে যেন শুনেছে যে এবারের বাজেটে ইনকাম ট্যাক্সে ব্যাপক ছাড় দিয়েছে। যার ফলে কম ট্যাক্স দিয়ে আমার নাকি অনেক টাকা বেঁচে যাবে। কথার সাথে সাথেই তার আর্জি পেশ, 'দাদা, এবার আমার টাকা বাড়িয়ে দিতে হবে কিন্তু।'

কিংকর্তব্যবিমূঢ় আমি কি বলবো ভাবছি, এমন সময় আমার 'বিপত্তারিনি' বলে উঠলো,
"বেশ, তোর মাইনে সামনের মাস থেকে দু'শ টাকা বাড়িয়ে দেবো। কিন্তু পয়লা বৈশাখ আর পুজোর সময়ে শাড়ি, কাপড় সব বাদ। বোনাস বাদ। মাঝে মাঝে তোকে যে ফুচকা খাওয়ার টাকা দিই, সেটাও বাদ। এখন তুই ভেবে বল, পুরোনো হারে মাইনে, বোনাস, শাড়ি কাপড় নিবি নাকি নতুন হারে শুধুই মাইনে নিবি ?'
#Avijit Srimani
কুমুদ তো কোন ছার, আমিই বুঝে উঠতে পারলাম না কোনটা কুমুদের পক্ষে লাভজনক হতে পারে!!

আমরা পরস্পরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম আর 'বিপত্তারিনি' চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললো, 'কাল জবাব দিস। নে, কাজ শুরু কর। নইলে তোর দাদার অফিসের দেরি হয়ে যাবে আবার...'
🤔🤔🤔🤔🤔 #জোকস
কুমুদ কোথা থেকে যেন শুনেছে যে এবারের বাজেটে ইনকাম ট্যাক্সে ব্যাপক ছাড় দিয়েছে। যার ফলে কম ট্যাক্স দিয়ে আমার নাকি অনেক টাকা বেঁচে যাবে। কথার সাথে সাথেই তার আর্জি পেশ, 'দাদা, এবার আমার টাকা বাড়িয়ে দিতে হবে কিন্তু।'

কিংকর্তব্যবিমূঢ় আমি কি বলবো ভাবছি, এমন সময় আমার 'বিপত্তারিনি' বলে উঠলো,
"বেশ, তোর মাইনে সামনের মাস থেকে দু'শ টাকা বাড়িয়ে দেবো। কিন্তু পয়লা বৈশাখ আর পুজোর সময়ে শাড়ি, কাপড় সব বাদ। বোনাস বাদ। মাঝে মাঝে তোকে যে ফুচকা খাওয়ার টাকা দিই, সেটাও বাদ। এখন তুই ভেবে বল, পুরোনো হারে মাইনে, বোনাস, শাড়ি কাপড় নিবি নাকি নতুন হারে শুধুই মাইনে নিবি ?'
#Avijit Srimani
কুমুদ তো কোন ছার, আমিই বুঝে উঠতে পারলাম না কোনটা কুমুদের পক্ষে লাভজনক হতে পারে!!

আমরা পরস্পরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম আর 'বিপত্তারিনি' চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললো, 'কাল জবাব দিস। নে, কাজ শুরু কর। নইলে তোর দাদার অফিসের দেরি হয়ে যাবে আবার...'
🤔🤔🤔🤔🤔 #জোকস