নিঃশব্দ ইশারায় আমার দিকে মিঠিমিঠি চায়, বছর পেরোতেই; হয়নি কথা,গল্প বলা- কত দিন প্রায়। ভুলিনি কিছুই;কথা হয়নি শুধু তাই কত তারা লুকায় দিনের আলোয়, এখন নিঃসঙ্গ রাত্রে একা একা বসে আমি অতীতের দোরগোড়ায়। #piccontest40 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest40