Nojoto: Largest Storytelling Platform

আজ বন্ধুত্বের মধ্যে নতুন কোনও হেঁয়ালি এনো না | অনা

আজ বন্ধুত্বের মধ্যে নতুন কোনও হেঁয়ালি
এনো না |
অনামিকার আংটি ছুঁয়ে প্রতিজ্ঞা ভাঙো---
কবির আকাশে এযাবৎ সিঁদুরে মেঘ,অশান্তি
যাচ্ছেতাই,গৃহবন্দী বেরোজগার ;
ঝলসানো প্রাচুর্য,চুলখোলা পিঠ---আগলাবো কেমন করে?
আজ বন্ধুত্বের নামে কোনও মোমবাতি জ্বেলো না ;
আধুনিক অথবা সাবেকি শরীরের ভাঁজ,
সূক্ষ্ম সূক্ষ্ম বৃষ্টি ফোঁটা আটকেছে সেফটিপিনে--
বাসন-কড়াই ঝনঝন;বার্ণারে গনগনে রোদ,বাদ 
থেকে যাওয়া জিনিসগুলো কোমরে গুঁজে নাও
শাড়ির আঁচল ভেবে |
কবি বৃষ্টি ভিজতে জানে;ছিপছিপে ফর্সা পেটের
নাভিতটে খুঁজে নিতে জানে নদীর উৎসমুখ |
তারপর,কয়েক ধাপ নীচে নেমেই তোলপাড় করতে পারে গোটা মনুষ্যজন্মের আস্তানা----
আজ বন্ধুত্বের সুযোগে ভরসা পেয়েছে কলম ;
কয়েকটা অক্ষর এখন মিলেমিশে গেছে পরস্পরের বুকে;----কারোর তোয়াক্কা না করে
আজ দেখিয়ে দাও,তুমি কত বেপরোয়া প্রেমিকা....
 #প্রেমিকা
আজ বন্ধুত্বের মধ্যে নতুন কোনও হেঁয়ালি
এনো না |
অনামিকার আংটি ছুঁয়ে প্রতিজ্ঞা ভাঙো---
কবির আকাশে এযাবৎ সিঁদুরে মেঘ,অশান্তি
যাচ্ছেতাই,গৃহবন্দী বেরোজগার ;
ঝলসানো প্রাচুর্য,চুলখোলা পিঠ---আগলাবো কেমন করে?
আজ বন্ধুত্বের নামে কোনও মোমবাতি জ্বেলো না ;
আধুনিক অথবা সাবেকি শরীরের ভাঁজ,
সূক্ষ্ম সূক্ষ্ম বৃষ্টি ফোঁটা আটকেছে সেফটিপিনে--
বাসন-কড়াই ঝনঝন;বার্ণারে গনগনে রোদ,বাদ 
থেকে যাওয়া জিনিসগুলো কোমরে গুঁজে নাও
শাড়ির আঁচল ভেবে |
কবি বৃষ্টি ভিজতে জানে;ছিপছিপে ফর্সা পেটের
নাভিতটে খুঁজে নিতে জানে নদীর উৎসমুখ |
তারপর,কয়েক ধাপ নীচে নেমেই তোলপাড় করতে পারে গোটা মনুষ্যজন্মের আস্তানা----
আজ বন্ধুত্বের সুযোগে ভরসা পেয়েছে কলম ;
কয়েকটা অক্ষর এখন মিলেমিশে গেছে পরস্পরের বুকে;----কারোর তোয়াক্কা না করে
আজ দেখিয়ে দাও,তুমি কত বেপরোয়া প্রেমিকা....
 #প্রেমিকা
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#প্রেমিকা