Nojoto: Largest Storytelling Platform

আমার অসুখের পাশে একটা শালবন-- মোরাম মাখা পথ,আড়াআড়ি

আমার অসুখের পাশে
একটা শালবন--
মোরাম মাখা পথ,আড়াআড়ি
শীত বিকেলের ছায়া,পাতায়
পাতায় ঢাকা;
পাতার নীচ থেকে উঠে আসে
কুমারী মেয়ের গন্ধ--
ছিন্নভিন্ন একদলা হাওয়া ঠান্ডা
নিঃশ্বাসের মত মত মুখে
ঝাপটা মারে---
আমার অসুখের পাশে একটা
শালবন....
জঙ্গলের সরু পথ দখল করে
বয়ে যায় নদী,চলো হেঁটে
আসি বলে একটা দীর্ঘ রাত
পেরিয়ে উঠলাম বাংলোর কাঠের সিঁড়িতে---
থুতনির কাছে তিল,বুকের
বাঁ পাশে শেষ রাতের
উস্কোখুস্কো চাঁদ--বলতে না
পারা একটা গুমোট আচ্ছন্নতা;
আমার অসুখের পাশে আজও
দাঁড়িয়ে একটা শালবন---
রুক্ষ পাতার নীচে নীচে উসকে ওঠে
আগুন;গর্জন তুলে ছুটে যায়
গাড়ি,ধূসর পীচরাস্তা চিরে.... #আমার অসুখ#আধুনিক কবিতা#
আমার অসুখের পাশে
একটা শালবন--
মোরাম মাখা পথ,আড়াআড়ি
শীত বিকেলের ছায়া,পাতায়
পাতায় ঢাকা;
পাতার নীচ থেকে উঠে আসে
কুমারী মেয়ের গন্ধ--
ছিন্নভিন্ন একদলা হাওয়া ঠান্ডা
নিঃশ্বাসের মত মত মুখে
ঝাপটা মারে---
আমার অসুখের পাশে একটা
শালবন....
জঙ্গলের সরু পথ দখল করে
বয়ে যায় নদী,চলো হেঁটে
আসি বলে একটা দীর্ঘ রাত
পেরিয়ে উঠলাম বাংলোর কাঠের সিঁড়িতে---
থুতনির কাছে তিল,বুকের
বাঁ পাশে শেষ রাতের
উস্কোখুস্কো চাঁদ--বলতে না
পারা একটা গুমোট আচ্ছন্নতা;
আমার অসুখের পাশে আজও
দাঁড়িয়ে একটা শালবন---
রুক্ষ পাতার নীচে নীচে উসকে ওঠে
আগুন;গর্জন তুলে ছুটে যায়
গাড়ি,ধূসর পীচরাস্তা চিরে.... #আমার অসুখ#আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator