Nojoto: Largest Storytelling Platform

প্রতীকী প্রতিলিপি ওই যে দূরে কাঁটা তার দেখা যাই ও

প্রতীকী প্রতিলিপি

ওই যে দূরে কাঁটা তার দেখা যাই ওখানেই আমাদের গাঁ l
ওই দূরে বনের মধ্যে সিঁধিয়ে পরে?
হ্যা, কিঞ্চিৎ অনতিদূরে
ভয় করে না?
কিসের ভয়ে ডরবো?
কেন.. জন্তু জানোয়ারের l
না পাই না l
কেন পাও না
ক্ষতিও ও তো করতে পারে?
করবে না l
কিভাবে এই বিশ্বাস মনে ধারণ করো ?
ধারণ করি না, পোষণ করি ll

©Mosharaf Hossain Mondal vor

#chains
প্রতীকী প্রতিলিপি

ওই যে দূরে কাঁটা তার দেখা যাই ওখানেই আমাদের গাঁ l
ওই দূরে বনের মধ্যে সিঁধিয়ে পরে?
হ্যা, কিঞ্চিৎ অনতিদূরে
ভয় করে না?
কিসের ভয়ে ডরবো?
কেন.. জন্তু জানোয়ারের l
না পাই না l
কেন পাও না
ক্ষতিও ও তো করতে পারে?
করবে না l
কিভাবে এই বিশ্বাস মনে ধারণ করো ?
ধারণ করি না, পোষণ করি ll

©Mosharaf Hossain Mondal vor

#chains