Nojoto: Largest Storytelling Platform

Truth and Lie মেট্রো রেলে 'একটু চেপে বোস তো ভাই' শ

Truth and Lie মেট্রো রেলে 'একটু চেপে বোস তো ভাই' শুনে বক্তার মুখের দিকে তাকিয়ে দেখি আমার কলেজ সহপাঠী অলোক। সেই রোগা, কালো, ঢ্যাঙ্গা চেহারা। তফাৎ শুধু মাথার চুলে। একমাথা ঝাঁকড়া চুল ছিল ওর, এখন শুধু 'বাড়ির কার্নিশে আগাছা ঝোলার মতো অল্প কিছু ঝুলছে। পাশে বসতে দিয়ে প্রাথমিক কুশল বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম, 'তোর চুলের এ দশা হলো কি করে!?'
'আর বলিস না।' বিরক্তির সুরে বললো, 'দু বছর ধরে ঝরতে ঝরতে এই অবস্থায় ঠেকেছে। কত ডাক্তার দেখলাম। ওষুধ খেলাম। তেল, শ্যাম্পু, ক্রিম, লোশন লাগালাম। কিচ্ছু হলো না।' স্বান্তনা দেওয়ার জন্য বললাম, 'ভালোই তো, তেল শ্যাম্পুর খরচ বেঁচে গেছে।'
'কোথায় আর বাঁচলো, অঞ্জলির তেল শ্যাম্পুর দাম কত ধারণা নেই তোর।'
অঞ্জলির গয়না হয় শুনেছি, তাই বলে তেল শ্যাম্পু!! জিজ্ঞাস করলাম 'অঞ্জলি কি নতুন কোনো ব্র্যান্ড নাকি?!'
'আরে না, না।' আমায় আশ্বস্ত করে অলোক। 'অঞ্জলি আমার বউয়ের নাম।' 😱 #আক্ষেপ
Truth and Lie মেট্রো রেলে 'একটু চেপে বোস তো ভাই' শুনে বক্তার মুখের দিকে তাকিয়ে দেখি আমার কলেজ সহপাঠী অলোক। সেই রোগা, কালো, ঢ্যাঙ্গা চেহারা। তফাৎ শুধু মাথার চুলে। একমাথা ঝাঁকড়া চুল ছিল ওর, এখন শুধু 'বাড়ির কার্নিশে আগাছা ঝোলার মতো অল্প কিছু ঝুলছে। পাশে বসতে দিয়ে প্রাথমিক কুশল বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম, 'তোর চুলের এ দশা হলো কি করে!?'
'আর বলিস না।' বিরক্তির সুরে বললো, 'দু বছর ধরে ঝরতে ঝরতে এই অবস্থায় ঠেকেছে। কত ডাক্তার দেখলাম। ওষুধ খেলাম। তেল, শ্যাম্পু, ক্রিম, লোশন লাগালাম। কিচ্ছু হলো না।' স্বান্তনা দেওয়ার জন্য বললাম, 'ভালোই তো, তেল শ্যাম্পুর খরচ বেঁচে গেছে।'
'কোথায় আর বাঁচলো, অঞ্জলির তেল শ্যাম্পুর দাম কত ধারণা নেই তোর।'
অঞ্জলির গয়না হয় শুনেছি, তাই বলে তেল শ্যাম্পু!! জিজ্ঞাস করলাম 'অঞ্জলি কি নতুন কোনো ব্র্যান্ড নাকি?!'
'আরে না, না।' আমায় আশ্বস্ত করে অলোক। 'অঞ্জলি আমার বউয়ের নাম।' 😱 #আক্ষেপ

#আক্ষেপ #Comedy