Nojoto: Largest Storytelling Platform

ভীড় করে কবিতায় টোকাটুকি বোঝা দায় চুরি করে নিয়ে যায়

ভীড় করে কবিতায় টোকাটুকি বোঝা দায়
চুরি করে নিয়ে যায় এর ওর ভাবনা----
ভয়হীন ডরহীন নির্লজ্জের দল
নিজে থেকে লিখবার ক্ষমতা সে পায় না...
এরপর চুরি গেলে শব্দ বা কবিতা
কপি পেস্ট মারে শুধু কবি কবি সত্তা ;
কী ভীষণ হাহাকার, সমস্বরে চিৎকার
চুরি করে লেখা ওই 'চোর... চোর... চোর'

প্রতিক্ষণ চুরি যায় মূল্যবোধের ভাষা
বুকে জমা ঘৃণা আর সাবলীল প্রত্যাশা,
একই চলে অধ্যায় তস্করেরই হয় জয়
জুয়াচুরি অবিরাম যেন শকুনির পাশা ;

নীরব 'ইওরকোট', স্টেপ নিলে যাবে ভোট?
প্রশ্রয় আস্কারায় প্রতিপালন কাদের জোট!
এভাবেই খোয়া যায় অন্যের কষ্টের ফল
তবু কেন প্রতিবাদ আচমকা নিশ্চল,
চোরার কানে না ঢোকে কখনই ধর্ম বাণী---
ভালোবেসে লিখি যারা তাদের কী হয়রানি |

কী ভীষণ নিরুপায়---বেনোজল ঢুকে যায়....
চুরি করে লেখা ওই "চোর-চোর-চোর"....
 #চোর#
আজ অবন্তী দেবীর একটি লেখা মূলত লেখা চুরি বা কপি পেস্ট বিষয়ক একটি পোস্ট দেখে এটি লিখলাম.. পূর্বেও আমি এই বিষয় নিয়ে অনেক পোস্ট করেছি কিন্তু কারো কোনো হেলদোল নেই,, তাই আমার গুরু নচিকেতা চক্রবর্তীর একটি কালজয়ী গান 'চোর' থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখেছি হ্যাঁ আমি গানটি কে স্মরণে রেখেই লিখলাম কিন্তু গানটা অনুকরণ করিনি... তো সেই সব বরাহ নন্দনদের উদ্দেশ্যে আমার আবেদন আপনারা কোনো ভালো লেখা অনুসরণ করুন প্লিজ অনুকরণ বা কপিপেস্ট করবেন না 🙏🙏🙏
ভীড় করে কবিতায় টোকাটুকি বোঝা দায়
চুরি করে নিয়ে যায় এর ওর ভাবনা----
ভয়হীন ডরহীন নির্লজ্জের দল
নিজে থেকে লিখবার ক্ষমতা সে পায় না...
এরপর চুরি গেলে শব্দ বা কবিতা
কপি পেস্ট মারে শুধু কবি কবি সত্তা ;
কী ভীষণ হাহাকার, সমস্বরে চিৎকার
চুরি করে লেখা ওই 'চোর... চোর... চোর'

প্রতিক্ষণ চুরি যায় মূল্যবোধের ভাষা
বুকে জমা ঘৃণা আর সাবলীল প্রত্যাশা,
একই চলে অধ্যায় তস্করেরই হয় জয়
জুয়াচুরি অবিরাম যেন শকুনির পাশা ;

নীরব 'ইওরকোট', স্টেপ নিলে যাবে ভোট?
প্রশ্রয় আস্কারায় প্রতিপালন কাদের জোট!
এভাবেই খোয়া যায় অন্যের কষ্টের ফল
তবু কেন প্রতিবাদ আচমকা নিশ্চল,
চোরার কানে না ঢোকে কখনই ধর্ম বাণী---
ভালোবেসে লিখি যারা তাদের কী হয়রানি |

কী ভীষণ নিরুপায়---বেনোজল ঢুকে যায়....
চুরি করে লেখা ওই "চোর-চোর-চোর"....
 #চোর#
আজ অবন্তী দেবীর একটি লেখা মূলত লেখা চুরি বা কপি পেস্ট বিষয়ক একটি পোস্ট দেখে এটি লিখলাম.. পূর্বেও আমি এই বিষয় নিয়ে অনেক পোস্ট করেছি কিন্তু কারো কোনো হেলদোল নেই,, তাই আমার গুরু নচিকেতা চক্রবর্তীর একটি কালজয়ী গান 'চোর' থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখেছি হ্যাঁ আমি গানটি কে স্মরণে রেখেই লিখলাম কিন্তু গানটা অনুকরণ করিনি... তো সেই সব বরাহ নন্দনদের উদ্দেশ্যে আমার আবেদন আপনারা কোনো ভালো লেখা অনুসরণ করুন প্লিজ অনুকরণ বা কপিপেস্ট করবেন না 🙏🙏🙏
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#চোর# আজ অবন্তী দেবীর একটি লেখা মূলত লেখা চুরি বা কপি পেস্ট বিষয়ক একটি পোস্ট দেখে এটি লিখলাম.. পূর্বেও আমি এই বিষয় নিয়ে অনেক পোস্ট করেছি কিন্তু কারো কোনো হেলদোল নেই,, তাই আমার গুরু নচিকেতা চক্রবর্তীর একটি কালজয়ী গান 'চোর' থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখেছি হ্যাঁ আমি গানটি কে স্মরণে রেখেই লিখলাম কিন্তু গানটা অনুকরণ করিনি... তো সেই সব বরাহ নন্দনদের উদ্দেশ্যে আমার আবেদন আপনারা কোনো ভালো লেখা অনুসরণ করুন প্লিজ অনুকরণ বা কপিপেস্ট করবেন না 🙏🙏🙏