Nojoto: Largest Storytelling Platform

নারী জানে সব সামলাতে,, সে পারে এই কংক্রিটের সমাজে

নারী জানে সব সামলাতে,, সে পারে এই কংক্রিটের সমাজে সবকিছুকে রঙিন করতে ও নিজেও রঙিন হতে 💙💙 সৌন্দর্য্যের এক নয়া উপপাদ্য রচনা করতে পারে 🥰☘️
💮🌸চোখের দ্রাঘিমায় ভালোবাসা আঁকতে জানে, প্রেমিককে আরো সাহসী করে তুলতে পারে অনায়াসেই তার চাউনিতে ❤️
দেহপল্লব এর সাথে সাথে তার চোখ , ঠোঁট , মুখবয়ব পুরোটাই যেনো খুব যত্নে মেলানো অনেকটা কঠিন পাজেল এর মতো🌸♥️🌷।
তার প্রতিটা অঙ্গকে মেলে ধরতে জানে রামধনুর সাত রঙের মতো,, দমবন্ধ করা পরিবেশেও তার গোলাপী উপস্থিতি স্বস্তির আবির নিয়ে আসে 🌸🍂🍁

               ✍️  সুপ্রতিম দে

©SUPROTIM DEY #নারী #সুন্দরীনারী
suprotimdey5777

SUPROTIM DEY

New Creator

#নারী #সুন্দরীনারী

126 Views