Nojoto: Largest Storytelling Platform

বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রত, নিরামিষ বারোমাস মঙ্গলবা

বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রত, নিরামিষ বারোমাস
মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত ‍,খাইনা আঁশ।
শুক্রবারে মা সন্তোষীর করা অনুশাসন
সেদিনে বেরোয় যত নিরামিষ বাসন কোসন।
শনিবার বড় ঠাকুরের পুজো সারাদিন উপবাস
সেদিন তো প্রশ্নই ওঠেনা মাছ কিংবা মাস।
সোমবার বাবার বার দুধ গঙ্গাজল
সেদিন আহার নিরামিষ নির্ভেজাল ‌।

অনলাইনে প্রাইভেট ক্লাস মাথার উপর ফ্যান
আমরা দুজন পাশাপাশি ইলেকট্রিক বিলের যোগান।
বাবুর বাবা বেকার বসে একই বই পড়ছে বারবার
হাতে তার ধরা আছে "কেমন হওয়া উচিত আহার"।
গম্ভীর হয়ে বললে আমায়, আহার নিরামিষ খাওয়াই ভালো
মাছ মাংস খেয়ে খেয়ে দেশটা একেবারে উৎছন্নে গেল।
তাছাড়া নিরামিষে সুস্থ্য শরীর আয়ুর হয়না ক্ষয়
বয়সান্তে সংযম দরকার মানবে নিশ্চয়?
মাসের শেষের ঐ কটাদিন তলপেটে পাই ব্যথা 
পৌষের শীতেও ঘাম হয় গায়ে দিইনা কাঁথা।
নিরামিষের দোহাই দিয়ে তুমি থাকো সংযমী
উষ্ণ পরশ পাবার আশায় প্রহর আমি গুনি।
কাজ বন্ধ লকডাউনে তাই তোমার হাত ফাঁকা
সবুজের দিকেই ঝোঁক বেশি মাছের বাজারে কাঁটা।
কোন রকমে পেট ভরানো আলু সেদ্ধ ভাত
অক্ষমতা ঢাকতে শুধু দেখাও অজুহাত। #রাতের_কথা 
#অজুহাত 
#আজেবাজে_লেখা 
#yqdada   
#শ্রীমতীটুম্পা
বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রত, নিরামিষ বারোমাস
মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত ‍,খাইনা আঁশ।
শুক্রবারে মা সন্তোষীর করা অনুশাসন
সেদিনে বেরোয় যত নিরামিষ বাসন কোসন।
শনিবার বড় ঠাকুরের পুজো সারাদিন উপবাস
সেদিন তো প্রশ্নই ওঠেনা মাছ কিংবা মাস।
সোমবার বাবার বার দুধ গঙ্গাজল
সেদিন আহার নিরামিষ নির্ভেজাল ‌।

অনলাইনে প্রাইভেট ক্লাস মাথার উপর ফ্যান
আমরা দুজন পাশাপাশি ইলেকট্রিক বিলের যোগান।
বাবুর বাবা বেকার বসে একই বই পড়ছে বারবার
হাতে তার ধরা আছে "কেমন হওয়া উচিত আহার"।
গম্ভীর হয়ে বললে আমায়, আহার নিরামিষ খাওয়াই ভালো
মাছ মাংস খেয়ে খেয়ে দেশটা একেবারে উৎছন্নে গেল।
তাছাড়া নিরামিষে সুস্থ্য শরীর আয়ুর হয়না ক্ষয়
বয়সান্তে সংযম দরকার মানবে নিশ্চয়?
মাসের শেষের ঐ কটাদিন তলপেটে পাই ব্যথা 
পৌষের শীতেও ঘাম হয় গায়ে দিইনা কাঁথা।
নিরামিষের দোহাই দিয়ে তুমি থাকো সংযমী
উষ্ণ পরশ পাবার আশায় প্রহর আমি গুনি।
কাজ বন্ধ লকডাউনে তাই তোমার হাত ফাঁকা
সবুজের দিকেই ঝোঁক বেশি মাছের বাজারে কাঁটা।
কোন রকমে পেট ভরানো আলু সেদ্ধ ভাত
অক্ষমতা ঢাকতে শুধু দেখাও অজুহাত। #রাতের_কথা 
#অজুহাত 
#আজেবাজে_লেখা 
#yqdada   
#শ্রীমতীটুম্পা

#রাতের_কথা #অজুহাত #আজেবাজে_লেখা #yqdada #শ্রীমতীটুম্পা