Nojoto: Largest Storytelling Platform

//আয়নার আঁড়ালে// ....সত্যটা বরাবরই আয়নার আঁড়া

//আয়নার আঁড়ালে//

....সত্যটা বরাবরই আয়নার আঁড়ালে রয়ে গেছে। মানুষটা যে দিনরাত নেশা খেয়ে রাস্তাঘাটে, হেতা হোতা পড়ে রয়েছে তার খোঁজ খবর নেওয়ার মত প্রয়োজন বোধ কেউ করে না। "চাল না চুলো। ঢেকি না কুলো‌‌।।"-ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়। চাল চুলো সবই
আছে, শুধু তার নিজের কোনো ঠিক নেই। আর রইলো ঢেকি কুলোর কথা, সে তো বলার মত নয়। সে কাহিনী দেবদাসকেও হার মানায়। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আর কি! পরের বৌয়ের সাথে যত ফষ্টি নষ্টি। এই মদমত্ততার সুযোগ নিয়ে তার সর্বস্ব লুটে পুটে যে কেউ খেয়ে নিচ্ছে, সেই দিকে কোন ভ্রুক্ষেপ নেই। যত না সুরাসক্তি তার থেকেও ভয়ঙ্কর পরস্ত্রী আসক্তি। ধীরে ধীরে মানুষ যে কোন কালের গর্ভে হারিয়ে যায়, সে হয়তো বুঝেও বুঝতে চায় না।
 #গল্পেগল্পে৭
#challenge
#uqdada
//আয়নার আঁড়ালে//

....সত্যটা বরাবরই আয়নার আঁড়ালে রয়ে গেছে। মানুষটা যে দিনরাত নেশা খেয়ে রাস্তাঘাটে, হেতা হোতা পড়ে রয়েছে তার খোঁজ খবর নেওয়ার মত প্রয়োজন বোধ কেউ করে না। "চাল না চুলো। ঢেকি না কুলো‌‌।।"-ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়। চাল চুলো সবই
আছে, শুধু তার নিজের কোনো ঠিক নেই। আর রইলো ঢেকি কুলোর কথা, সে তো বলার মত নয়। সে কাহিনী দেবদাসকেও হার মানায়। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আর কি! পরের বৌয়ের সাথে যত ফষ্টি নষ্টি। এই মদমত্ততার সুযোগ নিয়ে তার সর্বস্ব লুটে পুটে যে কেউ খেয়ে নিচ্ছে, সেই দিকে কোন ভ্রুক্ষেপ নেই। যত না সুরাসক্তি তার থেকেও ভয়ঙ্কর পরস্ত্রী আসক্তি। ধীরে ধীরে মানুষ যে কোন কালের গর্ভে হারিয়ে যায়, সে হয়তো বুঝেও বুঝতে চায় না।
 #গল্পেগল্পে৭
#challenge
#uqdada

#গল্পেগল্পে৭ #Challenge #uqdada