Nojoto: Largest Storytelling Platform

আজ বাংলায় উন্নয়ন আজ আকাশ ছুঁয়েছে, কেউ নেই মাটি

আজ বাংলায়

উন্নয়ন আজ আকাশ ছুঁয়েছে, কেউ নেই মাটির আশেপাশে
মেরুদণ্ডটি হয়েছে ব্যাঁকা ,কলম ডুবেছে লাল নীল সাদা গেরুয়ার ফাঁসে ।

শিক্ষার মান উচ্চ এতই, ডিগ্রি পাওয়া যায় ন্যায্য দামে
শিক্ষকেরা ফেলনা তাই, টান পড়েছে বেতন ও সম্মানে।

ডাক্তার তুমি মানুষ নও তো,  পিটবো তোমায় যখনই হবে মন
ভগবান তুল্য ছিলে তুমি আগে, এখন আমিই জনতা জনার্দন।

পুলিশ নাকি রক্ষাকর্তা ! আইনের রক্ষক !
লাগে কোন কাজে?
নেতার সামনে ভিজে বিড়াল আর সাধারণে শের সাজে।

প্রশাসক পদে পৌঁছতে হলে কত পরিশ্রম অধ্যবসায় লাগে, তা কি সবাই বোঝে?
তোমরাও সদা ত্রস্ত সভয় , পিটানোর জন্য বুঝিবা ফন্দি ফিকির খোঁজে।

লুণ্ঠিত যেথা নারীর সম্মান তবু বুদ্ধিজীবীদের চুপ থাকাটাই লজ্জা
এ কবির সোনার বাংলা নহে, এখানে বিদ্যাসাগর‌ও যান ভূমিশয্যা। #ছিঃ
আজ বাংলায়

উন্নয়ন আজ আকাশ ছুঁয়েছে, কেউ নেই মাটির আশেপাশে
মেরুদণ্ডটি হয়েছে ব্যাঁকা ,কলম ডুবেছে লাল নীল সাদা গেরুয়ার ফাঁসে ।

শিক্ষার মান উচ্চ এতই, ডিগ্রি পাওয়া যায় ন্যায্য দামে
শিক্ষকেরা ফেলনা তাই, টান পড়েছে বেতন ও সম্মানে।

ডাক্তার তুমি মানুষ নও তো,  পিটবো তোমায় যখনই হবে মন
ভগবান তুল্য ছিলে তুমি আগে, এখন আমিই জনতা জনার্দন।

পুলিশ নাকি রক্ষাকর্তা ! আইনের রক্ষক !
লাগে কোন কাজে?
নেতার সামনে ভিজে বিড়াল আর সাধারণে শের সাজে।

প্রশাসক পদে পৌঁছতে হলে কত পরিশ্রম অধ্যবসায় লাগে, তা কি সবাই বোঝে?
তোমরাও সদা ত্রস্ত সভয় , পিটানোর জন্য বুঝিবা ফন্দি ফিকির খোঁজে।

লুণ্ঠিত যেথা নারীর সম্মান তবু বুদ্ধিজীবীদের চুপ থাকাটাই লজ্জা
এ কবির সোনার বাংলা নহে, এখানে বিদ্যাসাগর‌ও যান ভূমিশয্যা। #ছিঃ

#ছিঃ