মেয়েটা শুরুতেই বলেছিলো, ঘনঘন মুড সুইং হয় তার। অসহায় ভঙ্গিতে মাথা নিচু করে আরও বললো, তার মুড সুইং এ বিরক্ত হয়ে কাছের সব বন্ধুরা দূরে সরে যাচ্ছে। আমি মেয়েটাকে মিছেমিছি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের কথাবার্তা চলতে থাকলো। কথা বলার একটা পর্যায়ে দেখলাম, মেয়েটা হঠাৎ আমার সাথে Rude বিহেব করছে। আমার নরমাল কথায় ওভার রিঅ্যাক্ট করছে।
জিজ্ঞেস করলাম, "আমার সাথে এভাবে কথা বলছো কেনো?"
"তো কিভাবে কথা বলবো হ্যাঁ? আমি কি তোমার সাথে লুতুপুতু ভঙ্গিতে কথা বলবো?" জবাব দিলো মেয়েটা। আমার খুব মেজাজ খারাপ হলো। কিচ্ছু না বলে চলে আসলাম।
মেয়েটা দুই ঘন্টা পর আমাকে মেসেজ দিয়ে সরি বললো। ক্ষমা চাইলো। আমি তাকে রেসপন্স করলাম না। ওর বন্ধুদের মতো আমিও ওর উপর বিরক্ত।
মাঝেমধ্যে আমার মাকে দেখতাম, আমার সামান্য কথায় রেগে যাচ্ছে। বোনটাকে দেখতাম, আমি কিছু জানতে চাইলে ওভার রিঅ্যাক্ট করছে। পরে বুঝেছিলাম, ওদের মুড সুইং হয়।