Nojoto: Largest Storytelling Platform

মনে হয়, মন খারাপের সঙ্গে, বাইরের প্রকৃতির কোথাও অ

মনে হয়,
মন খারাপের সঙ্গে, বাইরের প্রকৃতির 
কোথাও অনেকটা মিল আছে !

যখন হালকা মন খারাপ থাকে, 
তখন মেঘেরও মন ভার হয়।

যখন চোখের জল লোক লজ্জায়,
সহজে আসতে পারে না...
তখন বাইরে অঝরে ঝর্ণার মত
বৃষ্টি হয়ে সমস্ত জল ঝরে পড়ে। #piccontest58

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest58
মনে হয়,
মন খারাপের সঙ্গে, বাইরের প্রকৃতির 
কোথাও অনেকটা মিল আছে !

যখন হালকা মন খারাপ থাকে, 
তখন মেঘেরও মন ভার হয়।

যখন চোখের জল লোক লজ্জায়,
সহজে আসতে পারে না...
তখন বাইরে অঝরে ঝর্ণার মত
বৃষ্টি হয়ে সমস্ত জল ঝরে পড়ে। #piccontest58

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest58
aditisingha6684

Aditi Singha

New Creator