Nojoto: Largest Storytelling Platform

সূর্যরশ্মি যেমন পার্থিব জগতের প্রায় সর্বত্রই বিদ্য

সূর্যরশ্মি যেমন পার্থিব জগতের প্রায় সর্বত্রই বিদ্যমান হয়,তেমনি তাঁর সমার্থক শব্দ ধারনকারী ভানু-সিংহ,বাঙালী মনের চিলেকোঠায় সর্বত্র বর্তমান।শুধু মন নয়,জীবনের বেশ অনেকটা বিঘা জমি নিয়ে তাঁর অট্টালিকা। প্রতিটি মুহূর্তে,প্রতিটি অনুভূতির মাঝে,তিনি আমাদের কাছে নিজেকে উজাড় করে মেলে ধরেছেন, তবুও তাঁকে বোঝা যেন অর্বাচীন ব্যক্তির "ল্যাবরেটরি"-তে রাসায়নিক পদার্থ আবিষ্কারের মত! তাঁর সৃষ্টি "সাধারন মেয়ে " ও "সোনার তরী" যেনো "রীতিমতো নভেল" পদ্য আকারে! তাঁর "বাঁশি"-র সূরের মলিনতা "নির্ঝরের স্বপ্নভঙ্গ " করে "ছিন্নপত্র"উচ্ছ্বসিত করে জানান দেয় জীবনের "চার অধ্যায় 
"এর সমস্ত "দেনা-পাওনা"-র এক অমূল্য "গুপ্তধণ"।  পার্থিব জগতের এমন কোন ক্যানভাস হয়তো নেই যেখানে তিনি তাঁর শব্দ অলংকার এর জাদু তুলি স্পর্শ করেননি! তাই ভক্তি ও শতকোটি প্রণাম এর দাবিটা অনেকটাই!😍

আঁকিবুকি ও লেখাতে: আমি অধম!👩 কবি প্রণাম ।
#Bengali_poetry 
#Being_Bengali
#Rabindranath_Tagore
#santiniketon
সূর্যরশ্মি যেমন পার্থিব জগতের প্রায় সর্বত্রই বিদ্যমান হয়,তেমনি তাঁর সমার্থক শব্দ ধারনকারী ভানু-সিংহ,বাঙালী মনের চিলেকোঠায় সর্বত্র বর্তমান।শুধু মন নয়,জীবনের বেশ অনেকটা বিঘা জমি নিয়ে তাঁর অট্টালিকা। প্রতিটি মুহূর্তে,প্রতিটি অনুভূতির মাঝে,তিনি আমাদের কাছে নিজেকে উজাড় করে মেলে ধরেছেন, তবুও তাঁকে বোঝা যেন অর্বাচীন ব্যক্তির "ল্যাবরেটরি"-তে রাসায়নিক পদার্থ আবিষ্কারের মত! তাঁর সৃষ্টি "সাধারন মেয়ে " ও "সোনার তরী" যেনো "রীতিমতো নভেল" পদ্য আকারে! তাঁর "বাঁশি"-র সূরের মলিনতা "নির্ঝরের স্বপ্নভঙ্গ " করে "ছিন্নপত্র"উচ্ছ্বসিত করে জানান দেয় জীবনের "চার অধ্যায় 
"এর সমস্ত "দেনা-পাওনা"-র এক অমূল্য "গুপ্তধণ"।  পার্থিব জগতের এমন কোন ক্যানভাস হয়তো নেই যেখানে তিনি তাঁর শব্দ অলংকার এর জাদু তুলি স্পর্শ করেননি! তাই ভক্তি ও শতকোটি প্রণাম এর দাবিটা অনেকটাই!😍

আঁকিবুকি ও লেখাতে: আমি অধম!👩 কবি প্রণাম ।
#Bengali_poetry 
#Being_Bengali
#Rabindranath_Tagore
#santiniketon