Nojoto: Largest Storytelling Platform

যত অপরাধ সব আজ লুটিয়ে পড়ে আছে মাটিতে ! আজ আর জ্বল

যত অপরাধ সব আজ লুটিয়ে পড়ে আছে মাটিতে !
আজ আর জ্বলে না বামদিক, 
শেষ হয়ে যায় জাগিয়ে রাখা যত আবেগ আবেশ ।
আমি মেনে নিতে চাই না তুমি ফিরবে এই ভিটেমাটিতে,
তোমার নূপুরের ভারে ধুলিস্যাৎ হয়ে যাওয়া প্রাসাদ 
তোমার পা আর ধুলো মাখবে না, হাত থাকবে না হাতে ,
বয়ে যাওয়া সময় বিষিন্ন করে দেয় শরীর ,
ফিরতে চাই উপন্যাসে ,
পারবো না আমি বলবো না তোমায় ।

নিজেকে বোঝানোর চেষ্টাতে ক্ষয়ে যাই ক্ষনে ক্ষনে !
তোমার ফেলে যাওয়া স্মৃতি মাখানো শাড়ির আঁচল ।
ভিজে যাওয়া চোখে, বেয়ে পরে ঝরণার জল—
মুঝে যায় শরীর ,
তুমি ঠিক যেন কান্না হয়ে ফিরে আসো বারবার আমাকে সংযত করতে ।।
 #যতঅপরাধ #yqdada #collob #অনুভূতি_দের_শুভ
যত অপরাধ সব আজ লুটিয়ে পড়ে আছে মাটিতে !
আজ আর জ্বলে না বামদিক, 
শেষ হয়ে যায় জাগিয়ে রাখা যত আবেগ আবেশ ।
আমি মেনে নিতে চাই না তুমি ফিরবে এই ভিটেমাটিতে,
তোমার নূপুরের ভারে ধুলিস্যাৎ হয়ে যাওয়া প্রাসাদ 
তোমার পা আর ধুলো মাখবে না, হাত থাকবে না হাতে ,
বয়ে যাওয়া সময় বিষিন্ন করে দেয় শরীর ,
ফিরতে চাই উপন্যাসে ,
পারবো না আমি বলবো না তোমায় ।

নিজেকে বোঝানোর চেষ্টাতে ক্ষয়ে যাই ক্ষনে ক্ষনে !
তোমার ফেলে যাওয়া স্মৃতি মাখানো শাড়ির আঁচল ।
ভিজে যাওয়া চোখে, বেয়ে পরে ঝরণার জল—
মুঝে যায় শরীর ,
তুমি ঠিক যেন কান্না হয়ে ফিরে আসো বারবার আমাকে সংযত করতে ।।
 #যতঅপরাধ #yqdada #collob #অনুভূতি_দের_শুভ
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator