Nojoto: Largest Storytelling Platform

এই কিছুক্ষণ আগে এক-পশলা বৃষ্টি নামল, থেমেও গেল, এক

এই কিছুক্ষণ আগে এক-পশলা বৃষ্টি নামল,
থেমেও গেল,
এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন হল মন-প্রাণ,
কনে-দেখা আলোর গোধূলিতে 
আকাশ জুড়ে নানা-রঙের খেলা,
একলা ছাতে দাঁড়িয়ে দেখছিলাম 
এই রং-মিলান্তির খেলা ; 
পাখ-পাখালিরা বাসায় ফিরতে ব্যস্ত,
হঠাৎ করেই সন্ধ্যে নামল,
সমস্ত তেজ হারিয়ে অস্ত গেল সূর্য।
সেদিন ছিল পূর্ণিমা,
চাঁদের আলোয় উদ্ভাসিত হয়েছিল চারিদিক,
একাকী আমি তারাদের সাথে বসে গল্প বুনছিলাম,
ভালো থাকার গল্প। শুভ রাত্রি জানাই সবাইকে। 

আজ উষ্ণীষ  -এর "নিশি কাব্য" - তে রইলো @bhaswati  gho  Bhaswati Ghosh লেখা কবিতা "ভালো থাকার গল্প"।

তোমরাও তোমাদের শ্রেষ্ঠ লেখাটি ( পুরনো হলেও চলবে) পাঠিয়ে দাও উষ্ণীষ  ইনস্টাগ্রাম অথবা ফেসবুক মেসেঞ্জারে। আমরা তোমাদের লেখা এই Your Quote প্লাটফর্ম থেকে প্রতিদিন তোমাদের লেখা সবার সামনে তুলে ধরবো।
তাহলে আর দেরি কিসের? তুলে নাও কলম আর লিখতে থাকো সগৌরবে 🖊️👑

#উষ্ণীষ #ushnish #নিশিকাব্যে_উষ্ণীষ৬৭৭
এই কিছুক্ষণ আগে এক-পশলা বৃষ্টি নামল,
থেমেও গেল,
এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন হল মন-প্রাণ,
কনে-দেখা আলোর গোধূলিতে 
আকাশ জুড়ে নানা-রঙের খেলা,
একলা ছাতে দাঁড়িয়ে দেখছিলাম 
এই রং-মিলান্তির খেলা ; 
পাখ-পাখালিরা বাসায় ফিরতে ব্যস্ত,
হঠাৎ করেই সন্ধ্যে নামল,
সমস্ত তেজ হারিয়ে অস্ত গেল সূর্য।
সেদিন ছিল পূর্ণিমা,
চাঁদের আলোয় উদ্ভাসিত হয়েছিল চারিদিক,
একাকী আমি তারাদের সাথে বসে গল্প বুনছিলাম,
ভালো থাকার গল্প। শুভ রাত্রি জানাই সবাইকে। 

আজ উষ্ণীষ  -এর "নিশি কাব্য" - তে রইলো @bhaswati  gho  Bhaswati Ghosh লেখা কবিতা "ভালো থাকার গল্প"।

তোমরাও তোমাদের শ্রেষ্ঠ লেখাটি ( পুরনো হলেও চলবে) পাঠিয়ে দাও উষ্ণীষ  ইনস্টাগ্রাম অথবা ফেসবুক মেসেঞ্জারে। আমরা তোমাদের লেখা এই Your Quote প্লাটফর্ম থেকে প্রতিদিন তোমাদের লেখা সবার সামনে তুলে ধরবো।
তাহলে আর দেরি কিসের? তুলে নাও কলম আর লিখতে থাকো সগৌরবে 🖊️👑

#উষ্ণীষ #ushnish #নিশিকাব্যে_উষ্ণীষ৬৭৭