Nojoto: Largest Storytelling Platform

দুই পা হাঁটা পথ বাস থেকে বাড়ি, রাস্তার দুপাশে আছে

দুই পা হাঁটা পথ বাস থেকে বাড়ি, রাস্তার দুপাশে আছে গাছ বাহারি ‌।
বাড়ির সামনেই রেশন দোকান, চেঁচামেচি উত্তেজনা থাকে টানটান।
সপ্তাহের দুদিন লোক গিজগিজ, সকলেই চায় এসে ফুলের বীজ।
বর্ষায় দোপাটি আর শীতের ফুল গাঁদা,গ্ৰীষ্মে বেলী টগর ফোটে গাদা গাদা।
বাড়িতে ঢোকার মুখেই লাল রঙ্গনা, আছে টাইম জবা আর সাদা কাঞ্চনা।
বাড়ির লাগুয়া আছে সব্জীর জমি,টিনে বাঁধা ঘণ্টা বাজাই আমি।
ঝিঙে বেগুন কপি শশা নানা রকম চাষ, বাড়িতেই পোষা গোরু দুধ বারোমাস।
একদল হাঁস আর গোটা কয়েক মুরগি,জমানো দুধের মাঠা হয় গাওয়া ঘি ‌‌।
খাওয়ার অভাব নেই হরেক প্রোটিন,ডিম ভাজা খাই শুধু রোগা টিংটিং ।
জামাগুলো কাঁধ থেকে খুলে খুলে পড়ে, সবার চিন্তা বুঝি উড়ে যাব ঝড়ে।
রোগা যারা বলতো তারা চিনবেনা এখন, ছেলেবেলায় পড়লো ছেদ আজকের মতন। #পুরোনো_ডাইরি 
#অতীত_স্মৃতি 
#ছেলেবেলা 
#আজেবাজে_লেখা 
#yqdada
দুই পা হাঁটা পথ বাস থেকে বাড়ি, রাস্তার দুপাশে আছে গাছ বাহারি ‌।
বাড়ির সামনেই রেশন দোকান, চেঁচামেচি উত্তেজনা থাকে টানটান।
সপ্তাহের দুদিন লোক গিজগিজ, সকলেই চায় এসে ফুলের বীজ।
বর্ষায় দোপাটি আর শীতের ফুল গাঁদা,গ্ৰীষ্মে বেলী টগর ফোটে গাদা গাদা।
বাড়িতে ঢোকার মুখেই লাল রঙ্গনা, আছে টাইম জবা আর সাদা কাঞ্চনা।
বাড়ির লাগুয়া আছে সব্জীর জমি,টিনে বাঁধা ঘণ্টা বাজাই আমি।
ঝিঙে বেগুন কপি শশা নানা রকম চাষ, বাড়িতেই পোষা গোরু দুধ বারোমাস।
একদল হাঁস আর গোটা কয়েক মুরগি,জমানো দুধের মাঠা হয় গাওয়া ঘি ‌‌।
খাওয়ার অভাব নেই হরেক প্রোটিন,ডিম ভাজা খাই শুধু রোগা টিংটিং ।
জামাগুলো কাঁধ থেকে খুলে খুলে পড়ে, সবার চিন্তা বুঝি উড়ে যাব ঝড়ে।
রোগা যারা বলতো তারা চিনবেনা এখন, ছেলেবেলায় পড়লো ছেদ আজকের মতন। #পুরোনো_ডাইরি 
#অতীত_স্মৃতি 
#ছেলেবেলা 
#আজেবাজে_লেখা 
#yqdada