Nojoto: Largest Storytelling Platform

বিষের খোঁজ অমৃত খুঁজি না আমি পারলে একটু বিষ

     বিষের  খোঁজ
অমৃত খুঁজি না আমি
পারলে একটু বিষ দিও
অনুকম্পা একদম না
আঘাতই ভীষণ প্রিয়।

যত পারো আঘাত হানো
স‌ইব সব চুপটি করে
ভালোবেসে ছুঁলে আমায়
ঝর্ণা হয়ে পড়ব ঝরে।

ঝর্ণা হতে চাইনে মোটে
হবো বরং উঁচু পাহাড়
আগাগোড়া পাথর মোড়া
মনটাকে কেউ খুঁজবে না আর।

মন যদিও নিজের তবু
পরের তরে কাঁদে
কার‌ও কি আছে জানা
মনটাকে কিভাবে বাঁধে?

শক্ত করে বাঁধন দিয়ে
রাখব গোপন পিঞ্জরে
কষ্ট হবে খুব জানি
তথাপিও যাবে না মরে।

মৃত্যু তো একবার‌ই আসে
অপেক্ষা সারা জীবন ধরে
মনের কথা কেউ জানে না
চিতায় শুধুই শরীর পোড়ে। #বাংলা_কবিতা #yqbaba #yqquotes #খোঁজ #বিরহ #দুঃখের_কবিতা #sadbengaliquote #sadquotes
     বিষের  খোঁজ
অমৃত খুঁজি না আমি
পারলে একটু বিষ দিও
অনুকম্পা একদম না
আঘাতই ভীষণ প্রিয়।

যত পারো আঘাত হানো
স‌ইব সব চুপটি করে
ভালোবেসে ছুঁলে আমায়
ঝর্ণা হয়ে পড়ব ঝরে।

ঝর্ণা হতে চাইনে মোটে
হবো বরং উঁচু পাহাড়
আগাগোড়া পাথর মোড়া
মনটাকে কেউ খুঁজবে না আর।

মন যদিও নিজের তবু
পরের তরে কাঁদে
কার‌ও কি আছে জানা
মনটাকে কিভাবে বাঁধে?

শক্ত করে বাঁধন দিয়ে
রাখব গোপন পিঞ্জরে
কষ্ট হবে খুব জানি
তথাপিও যাবে না মরে।

মৃত্যু তো একবার‌ই আসে
অপেক্ষা সারা জীবন ধরে
মনের কথা কেউ জানে না
চিতায় শুধুই শরীর পোড়ে। #বাংলা_কবিতা #yqbaba #yqquotes #খোঁজ #বিরহ #দুঃখের_কবিতা #sadbengaliquote #sadquotes