একটা নৌকো, একটা মাঝি, গল্পে কেউ নেই তাই বোকা সাজি ! একটা পালকি, একটা নারী, গল্পে কেউ নেই তাই মুখ ভারী ! নেই কোন মানুষ যাকে ভালোবাসবো অল্প অল্প । তাই লিখছি এক বিচ্ছিরি গল্প ! একটা ছেলে, কম টাকা, গল্পে কেউ নেই তাই সব ফাঁকা ! একটা মেয়ে, গোমরা স্বামী, গল্পে কেউ নেই তাই নেই হামি ! নেই বেঁচে ভালো মানুষ যাকে ভালোবাসবো অল্প অল্প তাই লিখছি এক বিচ্ছিরি গল্প! গল্পে নেই গোপন প্রেমী ! গল্পে নেই কোন সুখী স্বামী ! গল্পে নেই চাকরি খাবার ! গল্পে নেই কোন ব্যবসাদার ! আছে এই গল্পে শান্তি ফ্যাকাশে সাদা পাতায় । তাই শুনছো এই বিচ্ছিরি গল্প ঠান্ডা মাথায় ! Simple Story #simple #story #bengali #poem #Trending #bestpoem